Acne's/ Pimple (English/ বাংলা)

Skin break out:

Vitamin B, Protein, Magnesium and Antioxidant in dark colored rice, colored or softly trimmed darker rice. Vitamin B helps in keeping up the adjust of hormones in the body. It is anything but difficult to control skin inflammation.

Fennel: Playing it soothes skin inflammation issues. There are components like iron, copper, potassium and zinc in the air.

Fish: There are a lot of omega-3 and omega-6 unsaturated fats, which are exceptionally useful for the skin. Which lessens skin break out inclination.

Garlic: Many advantages of garlic. Garlic likewise gainful for the skin. Annihilating unsafe microbes for the body, disposing of skin issues.

Nuts: Almond contains Vitamin E, Copper, Magnesium, Calcium and Iron. Which represses the propensity to be skin inflammation while keeping the skin solid.

Red grapes: The grapes are the favored organic product. The red grape is hostile to oxidant, which avoids skin irritation. Lessens skin break out propensity.

Vitamin An and carotenoid dinners: Vitamin An and carotenoid rich nourishments anticipate skin inflammation. Therefore, the sustenances that contain these two fixings, they need to eat more. Additionally, carrots, palanquin, mango, papaya and tomatoes will be eaten.20180901_144533.png

ব্রণ সারাতে:

বাদামি চাল, ঢেকিছাঁটা কিংবা হালকা করে ছাঁটা বাদামি চালে আছে ভিটামিন বি, প্রটিন, ম্যাগনেসিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট। এর মধ্যে ভিটামিন বি দেহের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। এতে ত্বকের ব্রণও নিয়ন্ত্রণ করা সহজ হয়।

মৌরি: এটি খেলে ত্বকের ব্রণ সমস্যার উপশম হয়। মৌরিতে আছে আয়রন, কপার, পটাসিয়াম, জিংকের মতো উপাদান।

মাছ: এতে আছে প্রচুর পরিমাণ ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি এসিড, যা ত্বকের জন্য খুবই উপকারী। যা ব্রণ হওয়ার প্রবণতা হ্রাস করে থাকে।

রসুন: রসুনের অনেক উপকারিতা। ত্বকের জন্যও রসুন উপকারী। শরীরের জন্য ক্ষতিকারক বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংস করে ত্বকের সমস্যা দূর করে।

বাদাম: বাদামে ভিটামিন ই, কপার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও আয়রন আছে। যা ত্বক সুস্থ রাখার পাশাপাশি ব্রণ হওয়ার প্রবণতা রোধ করে।

লাল আঙুর: আঙুর সবারই পছন্দের ফল। লাল আঙুরে আছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের প্রদাহ রোধ করে। ব্রণ হওয়ার প্রবণতাও কমিয়ে দেয়।

ভিটামিন এ ও ক্যারটিনয়েড খাবার: ভিটামিন এ ও ক্যারটিনয়েড সমৃদ্ধ খাবার ত্বকের ব্রণ প্রতিরোধ করে। এ জন্য যেসব খাবারে এ দুটি উপাদান আছে, সেগুলো বেশি করে খেতে হবে। এ ছাড়া গাজর, পালং শাক, আম, পেঁপে ও টমেটো খেতে হবে।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center