ভোজনবিলাস


image.png

মাঝে মাঝে হুটহাট করে বাইরে খাবার খাওয়ার ইচ্ছা তো জাগতেই পারে। কিন্তু সাধ আর সাধ্যের মিলন হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না।

কিন্তু এক্ষেত্রে ফুড কোর্ট হবার কারণে আমাদের অনেক সুবিধাই হয়েছে। সাধ্যের মধ্যেই বৈচিত্রময় খাবার খাওয়ার ইচ্ছাপূরণের সুযোগ সৃষ্টি হয়েছে।

এইতো সেদিন, দুপুরে কাজে বেরিয়ে হঠাৎ মনে হলো আজ বাইরে খাই। সাথে থাকা বন্ধুকে নিয়ে ঢুকে গেলাম একটা ফুড কোর্টে।


image.png

কী কী ছিলো প্ল্যাটারে তাতো ছবিতেই দেখতে পারছেন। পরিমাণও যে যথেষ্ট সেটাও বুঝে নিতে কষ্ট হয় না।

স্বাদের কথায় যদি আসি, ক্রিস্পি চিকেন যথেষ্ট ক্রিস্পি ছিলো, গ্রিল মাংসটাতেও পরিমাণমতো মসলা ছিলো, আর আমার যেহেতু ঝাল বেশ পছন্দ সেহেতু এটার ঝাল ঝাল স্বাদ আমার কাছে ভালো লেগেছে।

তবে এই ধরণের প্ল্যাটারে যেসব পাস্তা দেওয়া হয়, সেগুলো আসলে কখনোই সুবিধার হয় না খুব একটা। আসলে এই দামে এর বেশি কিছু অবশ্য আশাও করা যায় না।

সবমিলিয়ে বলতে গেলে দাম অনুযায়ী খারাপ না। ১০ এ ৭ দেয়াই যায়।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now