Endocrine Hormones

এন্ডোক্রাইন গ্ল্যান্ড ও হরমোন থেকে অনেক প্রশ্ন আসার সম্ভাবনা।। থাইরয়েড হরমোন T3, T4 টাইরোসিন ডেরিভেটিভ, এড্রেনাল কর্টেক্স ও গোনাড হরমোন স্টেরয়েড। এছাড়া যত হরমোন শুনবেন সব প্রোটিন অথবা পেপটাইড। আর প্রোটিনের রিসিপ্টর থাকে সেল সারফেসে। অন্য হরমোনের সেলের ভিতরে।।

স্টেরয়েড হরমোনের কাজ শরীরে পানি বাড়ানো, প্রেশার বাড়ানো, সোডিয়াম বাড়ানো। আর পটাশিয়াম কমানো। তাই এড্রেনাল বেশি কাজ করলে প্রথম তিনটা বাড়বে। আর শেষেরটা কমবে। আর কাজ কম করলে উল্টা সিনারি।।

থাইরয়েড হরমোন শরীরের সব এক্টিভিটি বাড়ায়, মেটাবোলিজম বাড়ায়, শুধু কমায় ওজন।

সব হরমোন শরীরের গ্লুকোজ লেভেল বাড়ায় শুধু একা ইনসুলিন গ্লুকোজ লেভেল কমায়।

মাস্টার সাহেব পিটুইটারি সব এন্ডোক্রাইন গ্ল্যান্ড কে কন্ট্রোল করে। শুধু কন্ট্রোল নাই প্যারাথাইরয়েড, প্যানক্রিয়াস এর উপর।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now