আমরা সবাই নকল।

পৃথিবীটা এখন আর আগের মত নেই। সব কিছুই যেন বদলে যাচ্ছে প্রতিদিন। নেই প্রকৃতি আর আগের মত, নেই আর মানুষগুলোও আগের। সবাই যেন আজ স্বার্থের জন্য স্বার্থপর হয়ে গেছে। আপন মানুষগুলো আজ দূরে সরে যাচ্ছে, শুধু স্বার্থের কারনেই আজ দূরের মানুষগুলো কাছে আসছে। এ যেন আজ কিসের বদল ঘটছে। এ যেন একটা নতুন নকলের কারখানা।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center