কী খেলে পাকা চুল কালো হয় |

কি খেলে পাকা চুল কালো হয় ? যাদের চুল পেকে গেছে এবং যারা পাকা চুল কালো করতে চান তাদের জন্যই আজকের এই পোস্ট ।


source

বয়সের কারণে বা বয়সের আগেই চুল পেকে যাই অনেকেরই । আবহাওয়া, ধুলোবালি, খাদ্যভ্যাস ইত্যাদি কারণে চুল পেকে যেতে পারে অকালেই । পাকা চুল কালো করতে চুল রং করেন অনেকেই । আবার অনেকের চুল রং করাটা ঠিক পছন্দো নয় । যারা হেয়ার কালার ব্যবহার করতে চান না , তারা কিভাবে চুল কালো করবেন ? তাদের জন্যও আছে সমাধান ।তারা বাড়িতেই তৈরি করে নিন এক মিশ্রণ , যা নিয়মিত পান করে পেতে পারেন উপকার । এই (মিরাক্কেল ড্রিংক) দিনে তিন থেকে চার বার এক চা চামচ করে খাওয়ার আগে খেতে হবে , মাস তিনেকের জন্য ।তাহলেই পাওয়া যাবে কাঙ্ক্ষিত চুল ।

ড্রিংক্সটি তৈরি করার নিয়মাবলীঃ

ড্রিংক্সটি তৈরি করার জন্য ৫টি পাতিলেবু, ৫টি রসুন কোয়া (ছাড়ানো), এক কাপ মধু ও এককাপ ফ্ল্যাক্স সিডের তেল নিন ।সব কিছু একসাথে ব্লেন্ডারে দিয়ে দিন । লেবুর খোসা না চাড়ালেও সমস্যা নেই ।


source

মিশ্রন টি ঘন হয়ে এলেই তা একটি কাঁচের যারে ঢেলে রাখুন । যারা এই মিশ্রণ ব্যবহার করেছেন , তারাই উপকার পেয়েছেন । তাদের মতে শুধু কালো চুল এই নয় , মিশ্রণ খাওয়াই ফলে তাদের দৃষ্টি শক্তিও বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে ।

আমার এই পোস্ট টি যদি ভালো থাকে আমাকে কমেন্ট করে জানাবেন ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center