ক্রিকেট খেলা

ক্রিকেট খেলা আমাদের দেশের অন্যতম খেলা হলো ক্রিকেট।এই খেলাটি আমাদের দেশের বেশিরভাগ মানুষ এখন এই খেলা নিয়ে ব্যস্ত থাকে। বতমান বিশ্বের জনপ্রিয় খেলা হলো ক্রিকেট। ক্রিকেটকে খেলার রাজা বলা হয়।রেকড গড়া ও রেকড ভাঙার খেলা হলো ক্রিকেট। এই খেলাটি প্রথমে ইংল্যান্ড ত্রয়োদশ শতাব্দীতে শুরু হয়।এই খেলাটি বতমানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত,অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ আরও অনেক দেশে জনপ্রিয় হয়ে ওঠেছে।ক্রিকেট খেলা তিন ধরনের একটা হলো ওয়ান ডে, টেষ্ট,টুয়েন্টি। এই খেলার জন্য উপকরণ দুইটা লাগে একটা হলো কাঠের ব্যাট অন্যটি বল।ব্যাটের দৈঘ্য আড়াই ফুট আর প্রস্থ সাড়ে চার ইঞ্চি।আমাদের খেলোয়াড়রা সারাবিশ্বের কাছে আমাদের দেশের মাথা উচু করে তুলেছেন। বতমানে আমাদের দেশের ক্রিকেট খেলাটা অনেক জনপ্রিয় ভাবে অবস্থান করছে।এই খেলা করতে গেলে সারা গায়ে পরিধান করা হয়।যেন আমাদের গায়ে কোন রকম ক্ষতি না হয় এছাড়া পায়ে পরার জন্য তুলার তৈরি এক প্রকার পুরু প্যাড আর হাতে গ্ল্যাভস পরিধান করা হয়।অন্যান্য খেলার মতো ক্রিকেট খেলা আনন্দদায়ক ও স্বাস্থ্যকর। তাই আমাদের ছোট থেকে বড় সবাই এই খেলার মধ্যে নিয়োজিত রাখা হয়। আধুনিক যুগে যত খেলা আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ক্রিকেট। ক্রিকেট যেমন আনন্দদায়ক তেমন ব্যয়সাপেক্ষ ও সময়সাপেক্ষ এই খেলা করতে আমাদের অনেক সময় ব্যয় করা লাগে।এই খেলা অনেক শৃঙ্খলাবোধ ও ধৈযের খেলা আবার বোলারদেন অনেক কলা কৌশলে বল করতে হয় যাতে করে ব্যাটসম্যানরা ভালো ভাবে না খেলতে পারে।আবার খুব কৌশলে ফিল্ডিং সাজিয়ে থাকে যেন তারা রান নেওয়া থেকে বিরত রাখতে পারে। ক্রিকেট যথেষ্ট ঝুকি রয়েছে কারণ কাঠের বলি যেন কোন রকম আঞাত না হানতে পারে সেইদিকে খেয়াল রেখে আমাদের খেলাটি শেষ করা লাগে।বোলার যখন সজোরে বলটা নিক্ষেপ করে তখন ব্যাটসম্যানদের গায়ে লাগলে আহত হয়ে থাকে।মাথায় লাগলে অনেক সময় মৃত্যুর কারণ হয়ে থাকে তাই আমরা অনেক সাবধানতার সাথে খেলা করে থাকি।আমরা অনেক সময় দেখতে পাই গ্যালারী ভতি মানুষ খেলোয়াড়দের বিভিন্ন ভাবে আনন্দ দিয়ে থাকে এতে করে বিভিন্ন দেশের খেলোয়াড়রা অনেক সুন্দর ভাবে খেলা করে। আমরা দেখতে পাই অনেক সময় খেলোয়াড়রা দশকের সাথে অনেক সুন্দরভাবে আচরণ করে তাদের নানা ভাবে আনন্দ দিয়ে থাকে।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center