চন্দ্র মহলের ভিতরে কিছু ছবি

চন্দ্র মহল মূলত একটি বিলাস বহুল বাড়ি । বাড়িতে রয়েছে খুব দামি দামি সব আসবাবপত্র । সেগুলো শুধু মাত্র প্রদর্শনীর জন্য রাখা হয়েছে । এগুলোতে হাত দেওয়া নিষেধ । এছাড়া কিছু দুর্লভ আর কিছু প্রত্ন তাত্ত্বিক বস্তু এখানে রাখা আছে । আরও আছে বিভিন্ন আমলের রপ্য , স্বর্ণ আর তাম্র মুদ্রা । যা অনেক আগের দিনে মুদ্রা হিসাবে ব্যবহার করা হত । কিছু এই মুদ্রা গুলো এখন খুব বিরল এবং দামিও বটে ।

চন্দ্র মহল প্রদর্শনের জন্য প্রতিদিন এখানে বেড়াতে আসেন দূর দূরান্ত থেকে । এগুলো দেখে সবাই মুগ্ধ হন । এখানে কিছু গ্রাম বাংলার চিত্র প্রদর্শনীর সুযোগ রয়েছে । সেখানে গ্রামের চিত্র গুলো সুন্দর ভাবে উপস্থাপিত হয়েছে । গ্রাম বাংলার ঢেঁকিতে চাল বানানো , কৃষকের ধান কাটা আর মাড়ায় করার দৃশ্য দেখতে পাওয়া যায় । কিছু প্রাণী যেমন হাস , মুরগী , গরু , ছাগল পালন করার দৃশ্য দেখা যায়। সব মিলিয়ে যায়গাটি খুব সুন্দর দর্শনীয় এবং শিক্ষণীয় । এটি অবস্থিত বাগেরহাট জেলায় ।

DSC05357.JPG

DSC05359.JPG

DSC05360.JPG

DSC05363.JPG

DSC05365.JPG

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center