গণকদের কাছ থেকে ১০০ হাত দূরে থাকুন। এরা প্রতারক! অবশ্যই প্রতারক!! অবশ্যই অবশ্যই প্রতারক!!!

আপনারা গনকের সাথে অবশ্যই পরিচিত। যারা পরিচিত নন তারা যদি ঢাকা গিয়ে থাকেন তাহলে গুলিস্তানে দেখবেন টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গনণা করা হয়। আবার অনেকে হাতের রেখা দেখে দেখে ভাগ্য গনণা করে থাকেন। আবার অনেকে জ্বীনের মাধ্যমে ভাগ্যের কথা বলেন। মনেরাখবেন এগুলো সব ধোকাবাজী।

মুসলিম হলে আপনি এগুলো থেকে ১০০ হাত দূরে থাকুন। আপনার যদি কোন কিছু চুরি হয়ে থাকে আর আপনি যদি কোন গণকের কাছে যান গিয়ে বলেন যে আমার চুরি হয়েছে একটু দেখেন এরপর গণকের বলা কথা যদি বিশ্বাস করেন তাহলে রসূল (সঃ) বলেছেন যে, আপনার সামনের ৪০ দিনের ইবাদাত কবুল হবে না।

গণকের গণনা কথ বিশ্বাস করা শিরকের সমতুল্য। তাই মুসলিম হিসেবে ১০০ হাত দূরে থাকুন এগুলো থেকে।

আবার যারা ফকির সাধারণত জ্বীন হাজির করে অনেক ভবিষ্যৎ বানী করেন এগুলোও ধোকাবাজী। এদের ১০০টা কথায় ১টি স্বাভাবিক ভাবেই সঠিক যেতে পারে কিনতু বাকী ৯৯টাই মিথ্যা। তাই এদের থেকেও দূরে থাকুন। আপনার ঈমান আমল হিফাজাত করুন।

3.jpg
source

Informative mone hole upvote, comment korun please. Also follow here at @silentsteem

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now