সোহেলের স্বপ্ন

খুব সকালেই ঘুম ভেঙ্গে যায় সোহেলের । সারারাত নানা দুশ্চিন্তায় কেটেছে । কাল ঘুম পর্যন্ত হয় নি । আজকে তার রেজাল্ট বের হবে । মায়ের ডাকের অপেক্ষায় থাকতে হয় নি আজকে । মফস্বলের স্কুলে পড়া ছাত্র সোহেল । প্রতি বছর স্কুলের পরীক্ষায় ভাল রেজাল্ট করে আসছে । এবারও আশা এসএসসিতে ভাল রেজাল্ট । তার ইচ্ছে ভাল রেজাল্ট হলে ঢাকায় একটা ভাল কলেজে ভর্তি হবে । প্রায় প্রতিটি স্কুল পড়ুয়া শিক্ষার্থীর ইচ্ছা থাকে ভালো কোনো কলেজে ভর্তি হওয়া ।

images (5).jpeg
Source

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর আজকের দিনটি । হাত মুখ ধুয়ে সকালের নাস্তা খেলো নাস্তা খেতে ভাল লাগছে না তার । একটাই চিন্তা কেমন হবে তার রেজাল্ট । কিছু হলেই মার কাছে যত কান্না । মায়ের আদরের সন্তান সোহেল । মায়ের আচল ধরে তার যত আবদার । মানে ভালবাসায় মানুষ করেছে তাকে । অবশেষে রেজাল্ট বের হলো । কিন্তু স্কুলের স্যার , বন্ধুবান্ধব , কেউতো তাকে ফোন করে জানাচ্ছে না । এদিকে আত্মীয় স্বজন বারবার ফোন করছে তাকে । খুব বিরক্ত লাগছে । তবে কি তার রেজাল্ট ভাল নয় ?

শেষমেষ গোল্ডেন হবে তো না শুধু GPA ৫.০০ । মা জিজ্ঞাসা করতেই কেঁদে উঠছে সে । মা তখন বলেই ফেললো ইন্টারনেট থেকে জেনে নে তোর বাবা এক ছাত্রই তো ইউনিয়ন তথ্য কেন্দ্রে আছে । অবশেষে তাই করলো সোহেল । রেজাল্ট ভালোই বলা যায় গোল্ডেন এ+।

তারপর থেকে একটাই চিন্তা ভালো কোনো কলেজে চান্স হবে কি । সারা বাংলাদেশের সেরা কলেজ হলো নটর ডেম কলেজ, এখানে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়, এমনকি ভাইভাও নেয়া হয়। এছাড়া ঢাকা কলেজ ও রয়েছে ভালো কলেজের তালিকায় । এখানে অনেকে পরীক্ষা দিবে । সোহেল গ্রামের মফস্বলে পড়ুয়া ছেলে,সে পারবে কি? দেখা যাক কি হয়, চেষ্টা করতে তো আর দোষ নেই । এরপর যথারীতি আবেদন করে সে। এলো ভর্তি পরীক্ষার সেই কাঙ্খিত দিন । হাজার হাজার ছাত্র,অভিভাবক মা - বাবার উপস্থিতিতে পরিপূর্ণ মতিঝিলের রাস্তা । শত শত অত্যাধুনিক মডেলের গাড়ি অপেক্ষমান । বিশাল সিরিয়াল যেন শেষ হতে চায় না । সূর্যের প্রখর তাপ একাকার হয়ে আছে । এত প্রতীক্ষা,এত কষ্ট বুকের মধ্যে তোলপাড় করে পরীক্ষা তো হলো । এখন রেজাল্টের জন্য প্রতীক্ষা ।

পরীক্ষা শেষে বাবার হাত ধরে ট্রেনে চেপে বসলো ।
বাবা জিজ্ঞাস করল , ' পরীক্ষা কেমন দিলি?'

সোহেল উত্তর দিল, ' খুব ভাল হয় নি । "

তারপর ট্রেনের মধ্যে কোনো কথা বলল না সোহেল । বাড়ি ফিরে মার সাথে খুব ভাল করে কথা বলল না । কয়েকদিন শুধুই চিন্তা।

ঢাকার নামী দামি স্কুলের মেধাবী ছেলেরা নটরডেমের ভর্তিযুদ্ধে অংশগ্রহন করে । আমিতো মফস্বলের কোন এক স্কুলের ছাত্র । টিকতে পারবো তো । তবে সোহেলের বাবা বলতো তুই ঠিক চান্স পেয়ে যাবি ।

সন্তানের নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশায় এলো ফলাফল ঘোষণার পালা । সোহেল খুব সকাল সকাল ঘুমাতে যায় । কিছুতেই চোখে ঘুম আসছে না । নানান চিন্তায় আচ্ছন্ন । ঘড়ির কাঁটা যেন নড়ছে না । মনে হয় স্থির হয়ে আছে । কখন ৰাজবে ১২ টা ? তারপর সেই সন্ধিক্ষণ । স্বপ্ন কি আদৌ পূরণ হবে । নানা প্রশ্ন তার । মনে ঘুরপাক খাচ্ছে । একবার বিছানায় , একবার চেয়ারে বসছে আর ফোনের অপেক্ষায় আছে । ১২ : ৪০ মিনিট ঘুমের মত আচ্ছন্ন । হঠাৎ মোবাইলে কেউ বলে উঠল তুমি নটর ডেমে চাপ পেয়েছে । বন্ধুর বড় ভাই খবরটা দিয়ে তাকে আশ্বস্ত করলো অনেকটা আনন্দ আর নতুন দিনের স্বপ্নের জাল বুনতে লাগলো সোহেল । যে মাকে ছাড়া সে এক মুহূর্তে থাকতে পারতো না , আজ তাকেই ছেড়ে যেতে হবে । তার দুচোখে জল এসে গেলো । তবুতো বড় হতে হবে । এভাবে ছেলেরাই তো মাকে ছেড়ে আসছে ।

এরপর সুন্দর ছিমছাম কলেজ ক্যাম্পাস । ভারী সুন্দর লাগছে । সুউচ্চ অট্টালিকার মাঝে যেন সবুজের হাতছানি । সুশৃঙ্খল আর সময়ানুবর্তিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত । নতুন স্বপ্ন নিয়ে এসেছে হাজার হাজার ছাত্র । এখান থেকে জীবনের কঠিন ধাপ শুরু । নবীন ধরণের মধ্যে দিয়ে পথচলা । এখনও নবীন বরণ অনুষ্ঠানে ফাদার আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের অমোঘ বাণী আদর্শ মানুষ হও । গোল্ডেন আর GPA - 5.00 জীবনের সব কথা নয় । সমাজের মানুষকে ভালোবাসো ।

তোমাদের উপর দেশের অনেক দায়িত্ব । সেই দায়িত্ব পালনে ব্রতী হও । সোহেল উপাচার্যের সেই কথাগুলো মনের মাঝে গেঁথে নিয়েছে । তার মা যে তাকে মানুষ মতো মানুষ হতে বলেছে । একটা স্বপ্ন পূরণ হয়েছে । আর বিশাল স্বপ্ন এখনও পূরন হয়নি । সেই স্বপ্ন পূরণে ব্রতী হতে হবে । একজন মফস্বলের ছেলে আজ তিলোত্তমা ঢাকা মহানগরীর বিশাল জনস্রোতে ভাসছে । তার বুকে অনেক কথা , চোখে অনেক স্বপ্ন ।

মানুষ স্বপ্ন বিলাসী । সে স্বপ্ন দেখে মানুষের মতো মানুষ হওয়ার । মতিঝিলের বিশাল রাস্তায় অসংখ্য মানুষ । যেন মানুষের ঢল । সে জনস্রোতের মধ্যে সোহেল থেকেই যাচ্ছে । তার চোখে আছে একরাশ স্বপ্ন ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center