ডিমের কোরমা

IMG_20210514_182548603.jpg

আসসালামু আলাইকুম। ঈদ মুবারাক সবাইকে। আশা করি করোনার মধ্যে সবার ঈদ অনেক ভালো কাটলো। আজকে আমি ডিমের কোরমা রান্না করেছিলাম। আপনাদের দেখাবো কিভাবে করতে হবে। হাতের কাছে সব জিনিস থাকলে খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নেই কিভাবে করতে হবে।

প্রয়োজনীয় উপকরণঃ

IMG_20210514_180015795.jpg

ডিম

কাঁচামরিচ

টক দই ১/২ কাপ

পিয়াজ বাঁটা ৪ চামচ

আদা বাঁটা ১ চামচ

রসুন বাঁটা ১ চামচ

কাজু বাদাম বাঁটা ১ চামচ

লাল মরিচের গুড়া ১ চামচ

গরম মসলা ১/২ চামচ

কালো মরিচের গুড়া ১/৪ চামচ

দারুচিনি

লবঙ্গ

তেজপাতা

এলাচ

দুধ ১ কাপ

কেওড়া জল ১ চামচ

লবন স্বাদমত

কার্যপ্রণালীঃ

IMG_20210514_175426491.jpg

IMG_20210514_180548729.jpg

প্রথমে গরম পানিতে ১ চামচ পরিমাণ লবণ দিয়ে ডিম গুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ডিম গুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। প্যানে সামান্য তেল দিয়ে ডিম হালকা লবণ দিয়ে লাল করে ভেঁজে নিতে হবে।

IMG_20210514_180649873.jpg

IMG_20210514_180718935.jpg

IMG_20210514_180835517.jpg

এবার প্যানে ৩ চামচ পরিমাণ তেল দিয়ে দারুচিনি, তেজপাতা, লবঙ্গ ও এলাচ দিয়ে ১ মিনিট ভাঁজার পরে সব বাঁটা মসলা দিয়ে দিতে হবে। মসলা ভালো করে কষিয়ে নিতে হবে।

IMG_20210514_180859704.jpg

IMG_20210514_181105995.jpg

টক দইয়ের সাথে ১ চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে ফ্যাটিয়ে নিয়ে মসলার মধ্যে দিয়ে দিতে হবে। ২-৩ মিনিট মাঝারি আঁচে নাড়তে হবে। সব গুড়া মসলা দিয়ে আবার ২-৩ মিনিট নাড়তে হবে।

IMG_20210514_181322182.jpg

IMG_20210514_181456232.jpg

IMG_20210514_181801180.jpg

মসলা ডিমের গায়ে লেগে আসলে কাঁচামরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলতে হবে।

IMG_20210514_182532013.jpg

গরম গরম পরিবেশন করুন। অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center