পেয়ারা চাষ

পেয়ারা চাষ আমাদের দেশে নানা ধরনের ফলমুলের চাষ হয় তার মধ্যে অন্যতম হলো এই পেয়ারা চাষ। এই দেশের অনেক চাষীরা পেয়ারা চাষ করে অনেক লাভবান হয়ে থাকে। তারা এই চাষে অনেক টাকা ব্যয় করে চাষটি সম্পন্ন করে থাকে।এই চাষ করতে হলে প্রথমে আমরা পেয়ারার চারা কিনতে অনেক টাকা ব্যয় করতে হয় পেয়ারার চারা কিনার জন্য আমাদের অধিক পরিমাণে টাকা খরচ করা লাগে।বতমানে আমাদের দেশের অনেক জায়গাই এই পিয়ারার চাষ দেখা যায় কারণ এই চাষে আমরা অধিক টাকা উপাজন করে থাকি।পিয়ারার চাষ করতে হলে প্রথম জমিটা ভালো ভাবে চাষ দিয়ে সার দিয়ে মাটিটা ভালো ভাবে মুলাম করে নিতে হবে।তারপর এই চাষে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে আমরা অধিক পরিমাণে ফলনের জন্য ভালো ভাবে পরিচযা করি।এই ফসলে নানা ধরনের ঔষুধ ব্যবহার করা লাগে না হলে পোকার মাধ্যমে চাষটা অধিক ক্ষতির মধ্যে পতিত হয়ে থাকে তখন চাষীরা নানা ধরনের টেনশন করতে থাকে।এই চাষ করতে হলো জমির চারিপাশে ঘেরা লাগে না হলে মানুষজন আবাদের মধ্যে যেয়ে অনেক ক্ষতি করে থাকে। এই কারণে আমরা সব সময় এই জাষ দেখাশুনা করার জন্য একজনকে নিয়োজিত রাখতে হয় তাহলে ভালোভাবে চাষটির পরিচযা করা সম্ভাব। আমরা এই চাষে পিয়ারাটা যেন পোকাই আক্রমণ করতে না পারে সেই জন্য পলিথিনের মাধ্যমে পিন আপ করে দিয়ে পোকার আক্রমণ থেকে রক্ষা করা সম্ভাব। এই পিয়ারার মধ্যে রয়েছে নানা ধরনের ভিটামিন বিদ্যমান রয়েছে যা খেয়ে আমাদের শারীরিক অনেক শূন্যতা রোধ করে।পিয়ারা বিদেশে রপ্তানি করে আমরা অনেক টাকা উপাজন করে থাকি। যখন আমরা ন্যায্য মূল্য পাই তখন আমাদের মাঝে এক ধরনের আনন্দ বিরাজমান করে থাকে। অনেক সময় আকাশের পানিতে এই চাষের অনেক ক্ষতি হয়।তখন আমরা পানি থামার সাথে সাথে ভূয়ে যেয়ে দেখতে থাকি কোন জায়গাই পানি বেধে আছে কিনা পানি বেধে থাকলে আমরা তাড়াতাড়ি পানিটা যেন ভূই থেকে চলে যায় সেই ব্যবস্হা করে রাখতে হবে।তা না হলে পানি বেধে থাকলে গাছের গুড়া পঁচে যেয়ে থাকে তখন আমরা নানা ধরনের ক্ষতির মধ্যে পতিত হয়ে থাকি। আমাদের দেশের চাষীরা যখন তার ফলমূলে ন্যায্য মূল্য পাই তখন তাদের মাঝে এক ধরনের আনন্দ বিরাজ করে এই টাকা দিয়ে তাদের সংসারের যাবতীয় সব খরচ পরিচালনা করে থাকে।এই টাকার মাধ্যমে আমরা আমাদের সন্তানদের লেখাপড়ার যাবতীয় সব খরচ চালাতে কোন সমস্যা হয় না।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center