Rice bowl

গত শুক্রবারে গিয়েছিলাম টাইটানিকে, ইচ্ছে ছিল তাদের নতুন আইটেমের রাইস বোল খাওয়া।
কিন্তু এই প্রথমবার কিছুটা হতাশ করলো টাইটানিক।
রাইস বোলে দেওয়া চিংড়ি ছিল সম্পূর্ণ স্বাদহীন,ময়দা জাতীয় কিছু একটা দিয়ে ভাজা হয়েছিল।তাদের দেওয়া ছবির সাথে এটা মেলাতে কষ্ট হচ্ছে।পরিমাণও বাড়ানো উচিৎ।
বাকী চিকেন ও ফ্রাইড রাইস ছিল অনেকটা ভালোই।
আইটেম : টাইটানিক স্পেশাল রাইস বোল। (ড্রিংক সহ)
দাম : ১৩০/-
রেটিং : ০৭/১০
স্থান : টাইটানিক, আম্বরখানা।

image

Item: Special rice bowl
Place:The Titanic
Price:130tk
Rating:04
টাইটানিক এ মেইনলি যাওয়া হয় "Independent package "টার জন্য যেটা আগামী ৭ এপ্রিল পর্যন্ত এভেইলেবল ছিলো।কিন্তু অর্ডার করার পর তারা বললো যে তখন দেয়া যাবে না । ভদ্রতার খাতিরে বেরিয়ে না এসে স্পেশাল রাইস বউল অর্ডার করলাম। খাবার আসতে ২৫ মিনিট দেরি করলো। খাবার আসার পর সৌন্দর্যে চোখ ধাঁধিয়ে গেলো। এতো কিউট কিউট প্রন যে মনে হচ্ছিলো চিকেন ভাজার পর তেলে থাকা অতিরিক্ত বেসনগুলো প্রন বলে চালিয়ে দিয়েছে।চিকেনের অবস্থা আর নাই বললাম, খাবারে লবনও বেশি ছিলো।ওয়েটারদের ব্যবহারও অতিমাত্রায় ভালো ছিলো

image

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now