Khana Pina at Priyo Mejban

মিরপুরবাসী যারা এত দিন ধরে একটি পারফেক্ট মেজবানী রেস্টুরেন্ট ।

পরিবশ আর সিটিং এরেঞ্জমেন্ট ভালোই বলা যায়।

মেন্যু কার্ডে তাদের প্রমোশনাল অফার দেখে সেটাই নিলাম।

২টি প্রোমশোনাল অফার

পার্থক্য শুধু এতটুকু একটায় কালা ভূনা অন্যটায় মেজবানী গোস্ত

আমি কালা ভুনা বিফ প্যাকেজটি নিলাম
আর বলে রাখা ভালো তাদের সাদা ভাত বাশমতি চালের।প্যাকেজে ভাত ১ঃ১ হওয়ায় আরেকটা এক্সটা সাদা ভাত নিলাম

২৫ টাকা খাবার দেয়ার পর বুঝা গেল যদিও তাঁরা ১ঃ১ বলে কিন্তু এক জনের পক্ষে শেষ করা টাফ। কালা ভুনা আর মেজবানী ডালটা এককথায় অসাধারণ।

আমি বলব মাস্ট ট্রাই আইটেম আর পরিমানও যথেষ্ঠ। যাদের ঝালে সমস্যা হয় তাদের বলবো খাবারের ঝাল একদম পারফেক্ট লেগেছে বেশীও না কমও না।

আইটেম যা যা ছিলোঃ
১. কালা ভুনা
২. মেজবানী ডাল
৩. সাদা ভাত ( বাসমতী)
৪. কোক
প্রাইসঃ টাকা ৩১০
আমি এক্সট্রা মেজবান মাংস নিয়েছি :) ( ২ জন মিলে খেলে ২টি সাদা ভাত নিতে হবে ২জনের জন্য ভাতের পরিমান কম)
রেস্টুরেন্ট এর প্রত্যেকটি স্টাফের ব্যবহার ছিল খুবই অমায়িক
প্লেসঃ ৮/১০
প্রাইসঃ ৯/১০
সার্ভিসঃ ৮/১০
পরিমানঃ দুইজনের জন্য যথেষ্ট

লোকেশনঃ অরজিনাল মিরপুর-১০ এর কফি টাইম আর ক্যাফে 360র মাঝামাঝি

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center