ভিটামিন ই , কোথা থেকে পাওয়া যাবে এবং এর উপকারিতা সম্পর্কে জানুন | Find out where Vitamin E is available and its benefits. P-3

মধ্য রাতের শুভেচ্ছা, আবার আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন ।আমি আজকে আপনাদের সামনে ভিটামিন ই ভিটামিন ই এবং ভিটামিন ই কোথায় পাওয়া যায় এই সম্পর্কে জানাবো। ভিটামিন ই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। এ জন্য ভিটামিন ই সম্পর্কে আমি তিনটি পর্বে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, এটা তার তৃতীয় পর্ব।

হ্যালো বন্ধুরা আমরা আজকে ভিটামিন ই এর তৃতীয় পর্বে চলে এসেছি। সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে আমাদের তিনটি পর্ব পড়ার জন্য । আপনি যদি না পড়ে থাকেন তবে আগের দুইটি পর্ব পড়ে নিন এবং ভিটামিন ই সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
ভিটামিন ই সাধারণত শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন। ভিটামিন ই গ্রহণ করলে হৃদরোগ স্ট্রোক ইত্যাদি গুরুত্বপূর্ণ এবং কঠিন রোগ এর ঝুঁকি কমে যায় এছাড়াও ভিটামিন ই মাংসপেশির ব্যথা ঠাণ্ডা লাগা চোখে ছানি পড়া ডায়াবেটিস ইত্যাদি রোগের হার কমায়।

ভিটামিন ই সাধারণত শরীরে 100 থেকে 400 10 আই ইউ প্রয়োজন। কিন্তু তা কখনোই সম্ভব না । আমরা বিভিন্ন ফলমূল থেকে এগুলো পেয়ে থাকি। প্রতি চামচ জলপাই তেলে সাধারণত 1.7 7u বিদ্যমান । ইউ সাধারণত পূরণ করতে হলে প্রত্যেক দিন আমাদের তিন থেকে চার কাপ জলপাই খেতে হবে। কিন্তু সেগুলা খাওয়া সম্ভব নয় সুতরাং বিভিন্ন ওষুধের মাধ্যমে এগুলা নেওয়া সম্ভব । ভিটামিন ই গ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

ভিটামিন ই সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত মাত্রায় হল 7 iu- 11 iu সর্বাধিক লাভের জন্য আপনাকে 90 iu 410 iu দরকার। ভিটামিন ই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত। বেশিরভাগ খাদ্যে ভিটামিন থাকে। বিশেষ করে আমরা যে ডাল ভাত খায় ,অনেক সময় ডিম খাই, বাদাম তেল এগুলাতে ভিটামিন ই থাকে । তবে ভিটামিন ই এর কিছু ক্ষতিকর দিক রয়েছে । যেমন শরীরে নানা রকম ক্ষতি করে বিশেষ করে চোখে ছানি পড়ে, শরীরের হাড় কাঠামো শক্ত এবং মজবুত থাকে সেটাকে অতিরিক্ত পরিমাণ ভিটামিন ই এর কারণে বাধাগ্রস্ত হতে পারে। এ জন্য ভিটামিন-ই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে।

My Recent Posts:

By the time you see this, this post or a number of the posts below is also older than seven days, therefore, you'll be able to not vote for them any longer. If you wish to support, please one upvote
@darkline recent posts

Photos are taken from https://www.pexels.com

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center