রিয়ালকে হারিয়ে নতুন মৌসুমের প্রস্তুতি বার্সার

মৌসুম শুরুর আগে এল ক্লাসিকোতে জয়ের হাসি হেসেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে কাতালানরা। নিজের কোচিং ক্যারিয়ারের প্রথম ক্লাসিকোতে জয় পেলেন বার্সা কোচ আর্নেস্টো ভালভের্দে।

এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যেকার জমজমাট দ্বৈরথ। ৩৫ বছর পর স্পেনের বাইরে হচ্ছে এল ক্লাসিকো। যুক্তরাষ্ট্রে এই প্রথম। তাইতো প্রথম মায়ামি ক্লাসিকোর সাক্ষী হতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছিলো সান লাইফ স্টেডিয়ামের সবকটি গ্যালারি।

যদিও প্রস্তুতি ম্যাচ। তাতে কি ক্লাসিকো বলে কথা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মর্যাদার মঞ্চে এক চিলতে ছাড় দিতে নারাজ দু'দল। ১৩ আগস্ট স্প্যানিশ সুপার কাপের আগের এই জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ারও তাগিদ ছিলো দুই স্প্যানিশ জায়ান্টের মাঝে।

মৌসুম শুরুর আগের এই ক্লাসিকোতে মাত্র তিন মিনিটেই ঝলক দেখান লিওনেল মেসি। কেইলর নাভাসকে হতাশায় ডুবিয়ে দারুণ দক্ষতায় বল জালে জড়ান বার্সার গোলমেশিন। ম্যাচের শুরুতেই মেসি যাদুতে অভিভূত মায়ামির বার্সা সমর্থকরা।

চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ইভান রাকিটিচ। নেইমারের ক্রসে বল জালে জড়ান ২৯ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। বার্সার জয়োল্লাসে হতাশায় কাতর তখন রিয়াল সমর্থকরা।

তবে, তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৪ মিনিটে ম্যাতেও কোভাচিচের গোলে ম্যাচে ফেরে রিয়াল মাদ্রিদ। ৩৬ মিনিটে মার্কো আসেনসিও'র গোলে স্বস্তি ফেরে মাদ্রিদিস্তান শিবিরে।

ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচে সমর্থকদের মন্ত্রমুগ্ধের মত আটকে রাখে দু'দল। প্রতীক্ষা তখন দ্বিতীয়ার্ধের। কে জিতবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পুরো মায়ামির আকাশে। বেশিক্ষণ সে অনিশ্চয়তায় থাকতে দিলেন না পিকে। ৫০ মিনিটে নেইমারের ফ্রিকিক আর এই স্প্যানিশ ডিফেন্ডারের শট। উল্লাসে মাতে বার্সা সমর্থকরা।

দলবদলের বাজরে ঘুরে ফিরে বাজছে নেইমারের বার্সা ছাড়ার গুঞ্জন। অনেকেই আবার বলছেন কাতালানদের হয়ে এটিই হয়ত শেষ ম্যাচ এই ব্রাজিলিয়ান সেনসেশনের। তবে, উত্তরটা যাই হোক, মায়ামি ক্লাসিকোতে নিজে গোল করতে না পারলেও, সতীর্থদের দিয়ে ঠিকই গোল করিয়েছেন নেইমার।

ম্যাচের শেষটায় আর গোল করতে পারেনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ফলে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের লজ্জায় পুরেই মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। আর ক্লাসিকো জয়ের আনন্দ নিয়ে নিজেদের প্রস্তুতি পর্ব সারলো বার্সেলোনা।42cf6d9500000578-4743194-im-83341.jpg

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center