Come visit one day in Susang Durgapur, Netrokona

সবুজ পাহাড়,সবুজ পানি, কালারফুল চীনামাটির পাহাড় যদি দেখতে চান তাহলে চলে যান ।

তার সাথে মাইল এর পর মাইল সবুজ ধানক্ষেত ।

আমরা রাতের ট্রেন এ করে গিয়ে সারাদিন ঘুরে সেই রাত এ ঢাকার পথে রওনা দেই।
বাসে করেও যেতে পারবেন কিন্তু এখানে ট্রেন এ করে যাওয়ার way দিলাম।
image
কি কি দেখবেন?

চীনামাটির পাহাড় ।
উপজাতীয় কালচারাল একাডেমি।
রাণীখং চার্চ।
সোমেশ্বরী নদী।
গারো পল্লী।
কমলা বাগান।

কিভাবে যাবেন আর কত লাগতে পারে?

ঢাকা- ঝাড়িয়া ট্রেন Station এ নেমে যাবেন।

ঢাকা- নেত্রকোণা( ঝাড়িয়া ) =জনপ্রতি (১৫০ টাকা )

ঝাড়িয়া- দুর্গাপুর বালুরঘাট= জনপ্রতি ( ৪০টাকা )

দুর্গাপুর বালুরঘাট থেকে ফেরী পারে দুর্গাপুর বাজার= জনপ্রতি (৫ টাকা)

সেখান থেকে সারাদিনের জন্য অটো(৫০০-৬০০ টাকা)
আমরা দশজন ২ টা অটো নিয়েছিলাম ১১০০ টাকা দিয়ে।
ভাড়া করার আগে সব গুলা স্পট এর কথা বলে নিবেন

বিখ্যাত বালিশ মিষ্টি খেতে ভুলবেন না। দুর্গাপুর বাজারেই পাবেন।

দয়া করে কেউ পরিবেশ নষ্ট করবেন না।
পরিবেশ রক্ষা করুন আর নিজেকে পরিস্কার রাখুন :)

Happy Travelling 🙂

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Ecency