Butterfly Tour & Tourism - মেঘের দেশ সাজেক BANGLADESH , Details Here 27 September

3333333.png

2nd EVENT

SAJEK , BANGLADESH

https://web.facebook.com/events/477238692762020

❑❑ Start Time

27 September

রাতের BUS

বাসের TICKET কাটার পর BUS স্টেশনের ঠিকানা আর সময় যানিয়ে দেওয়া হবে ।

❑❑ TOUR PLACE- রুইলুই পাড়া, কংলাক পাড়া, Khagrachori হাজাছড়া ঝর্না, রিসাং ঝর্না, রহস্যময় আলুটিলা গুহা ।

❑❑ MORE DETAILS-

❑ 27 SEPTEMBER ঃ- রাতের NON AC বাসে DHAKA থেকে খাগড়াছড়ি রওনা।

❑ 28 SEPTEMBER ঃ- MORNING TIME খাগড়াছড়ি পৌছে BREAK FAST করে চান্দের গাড়ি করে সাজেকের উদ্দেশ্যে রওনা, পথে হাজাছড়া ঝর্না দেখা। সাজেকে পৌছে রিসোর্ট এ গিয়ে অবস্থান করা, সেখান থেকে পর্যায়ক্রমে সিকামতৈসা ঝর্না, হেলিপ্যাড, কংলাক পাড়ায় যাওয়া, রাতের বেলায় জমজমাট আড্ডা।

❑ 29 SEPTEMBER- Morning বেলায় উঠে মেঘ দেখতে হেলিপ্যাড এ চলে যাওয়া, সেখান থেকে কংলাক পাড়ায় উঠে মেঘের দেশে হারিয়ে যাওয়া, ফটো সেশন। সব হয়ে গেলে সকালে নাস্তা করে আবার চান্দের গাড়ি তে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা।

শহরে পৌছে দুপুরের খাবার খেয়ে পর্যায়ক্রমে আলুটিলা গুহা, রিসাং ঝর্না দেখা, শেষ বিকেলের আলোতে চান্দের গাড়ি তে করে আবার শহরে চলে এসে শপিং করে রাতের খাবার খেয়ে রাতের বাসে করে ঢাকার উদ্দেশ্য রওনা।

❑ 30 SEPTEMBER- ইনশাআল্লাহ সকাল সকাল DHAKA পৌছে যাব।

❑❑ ট্রিপ খরচঃ মাত্র

5000 BDT PER HEAD

কাপল ( আলাদা রুম সহ )- পার হেড .5600 BDT
শিশু পলিসি - যতটুকু সার্ভিস নিবে ততটুকু খরচ

এই খরচে যা যা BENEFIT

১। ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা নন এসি বাসে আসা যাওয়া
২।খাগড়াছড়ি-সাজেক-খাগড়াছড়ি চান্দের গাড়িতে যাওয়া আসা
৩।সকল ধরনের লোকেশনে এন্ট্রি ফ্রি
৪। সাজেকে এক রাত রিসোর্ট এ থাকা
৫। ১২ তারিখ সকাল থেকে ১৩ তারিখ রাত পর্যন্ত ৬ বেলা খাবার
৬।কোথাও গাইড লাগলে তার খরচ।

25 SEPTEMBER CONFIRM করার Last DATE

❑❑ CONTACT

01625 79 57 53


মাঈনুজ্জামান সরকার (MITHO ভাই)

Host @mithosarker
Helper Fearless @saiduzzaman


earth_stock_doors.jpg

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center