বাংলাদেশের বাজার ঘিরে নতুন পরিকল্পনা করছে অপো

বর্তমানে বাংলাদেশের স্মার্টফোনের বাজার দ্রুত বাড়ছে। দ্রুত বর্ধনশীল স্মার্টফোনের বাজারকে গুরুত্ব দিচ্ছে অপো।


image sources
গ্রাহকদের হাতে নতুন নতুন ফিচারসমৃদ্ধ নতুন স্মার্টফোন তুলে দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। আজ শনিবার অপোর জনসংযোগ বিভাগের সহকারী ব্যবস্থাপক অভিষেক কুমার প্রথম আলোকে এ তথ্য জানান।

অভিষেক বলেন, স্মার্টফোনে বাংলাদেশ, ভারতসহ বিশ্ববাজারে ভালো করছে চীনা প্রতিষ্ঠানটি। বাংলাদেশের বাজার ঘিরে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া শিগগিরই প্যারিসে অপোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন অপো ফাইন্ড এক্স উন্মোচন করা হতে পারে। পরে তা বাংলাদেশের বাজারেও আসতে পারে।

অপো মোবাইলস ইন্ডিয়ার এ কর্মকর্তা বলেন, স্মার্টফোনের বাজারে সেলফি এক্সপার্ট ফোনের ধারণা এনেছে অপো। সম্প্রতি উন্মুক্ত হয়েছে এফ৭ স্মার্টফোনটি। এর ধারাবাহিকতায় নতুন স্মার্টফোন আসবে। এর বাইরে তরুণদের আকৃষ্ট করতে অপো চেষ্টা চালিয়ে যাবে।

Would you like to add some points?

Then comment And also Follow Me

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now