পুষ্প আপনার জন্যে ফোটে না, বরং তার চারপাশকে রাঙ্গিয়ে দিতেই ওর জন্ম।

পৃথিবীতে সবাই চায় তারা যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু সবার ক্ষেএে সেটা হয় না। কেননা সেটা হলে হয়ত বা আমাদের পৃথিবীতে আসাটাই বন্ধ হয়ে যেত। দুনিয়ায় আমরা কেউ সুস্থ, সবল,আর কোটি টাকার মালিক। আর অনেকেই আছে অসুস্থতা কাধে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে, কেউ বা ভিখারি হয়ে রাস্তায় রাস্তায় বের হচ্ছে। আসলে আমাদের মানুষের একমাএ ধর্মই হল মানবের সেবা করা। আর আমরা যদি সেটা না করি, তাহলে আমাদের পৃথিবীতে আসাটাই যেন ব্যর্থ হয়ে যাবে।

FB_IMG_15409059394706505.jpg

একটা বাংলা প্রবাদ আছে, পুষ্প আপনার জন্যে ফোটে না। আর আমরা যদি ফুলের দিকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারব। ফুল তার আশেপাশের জিনিস গুলোকে রাঙ্গিয়ে দিয়ে একসময় ঝরে পড়ে যায়। তাতেই সে জায়গা করে নেয় কোটি মানুষের হৃদয়ে। ঠিক তেমনটি আমাদের করা উচিৎ। অসুস্থ, অভাব গ্রস্থ মানুষের পাশে দাড়ানো। আর আমরা যদি সেটা না করি তাহলে আমরা হবো স্বার্থপর। আমাদের শুধু স্বার্থ নিয়ে ভাবা উচিৎ নয় অন্যান্য মানুষের কথা ভাবতে হবে। এভাবেই সুখে দুখে সবার পাশে এসে দাড়াতে হবে। আর তখনই হবে আমাদের সুন্দর পৃথিবী। একজনের জন্য আরেক জনের ঝরিয়ে পড়া অর্থ্যাৎ একজনের জন্য সবকিছু বিলিয়ে দেওয়া। আর এভাবেই আমাদের পৃথিবীতে বেঁচে থাকতে হবে স্বার্থপরের মতো নয়।

FB_IMG_15409059523512745.jpg

ঠিক তেমনি অন্যের জন্য নিজেকে কি
বিলিয়ে দেবার জন্যই আমাদের একটি সংগঠন আছে। আর সেটা হল বাঁধন। এই সংগঠনটির সদস্য প্রায় হাজারের উপরে। মূলত গরিব, অসহায় মানুষদের রক্তের প্রয়োজন হলে আমরা দিয়ে থাকি। এটি একটি আমাদের কলেজের একটি সংগঠন। আমাদের সকল শিক্ষক আমাদের উৎসাহিত করে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্যে। হাসপাতালে অসুস্থ মানুষের রক্তদান থেকে শুরু করে অনেক সেবা দিয়ে থাকি। আর প্রতিবছর নির্দিষ্ট একটি দিনে আমরা এই দিনটি পালন করি। এটি করি মুলত অন্যান্য মানুষের অংশ গ্রহনের জন্য। আমরা কিছু মানুষের সাহায্য চাই যেন তারা বাঁচতে পারে। কিন্তু দূর্ভাগ্য,কিছু মানুষ ছাড়া আর কারো সাহায্য পাওয়া যায়। তারা স্বার্থপরের মতো বাস করে এই পৃথিবীতে।

FB_IMG_15409059169736453.jpg

তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি যদি অসহায় মানুষের পাশে এসে দাড়াতেন তাহলে তারা আপনার মুখের দিকে চেয়ে হয়ত বা কিছুদিন বেঁচে থাকত এই পৃথিতে। আর আপনি ও হয়ত বা সেবার জন্য হয়ে যেতে পারেন আরেক মাদার তেরেসা।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now