যে জিনিসটা জীবনের জন্য অপরিহার্য,আজ তা কালের বিবর্তনে এমন হয়ে গেছে যে তা পান করা অসম্ভব।

আমাদের বেঁচে থাকার জন্যে যে উপাদানগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হল পানি। আর এই বিশুদ্ধ পানির অপর নাম জীবন। পানি ছাড়া আমাদের জীবনটাকে কল্পনাই করা যায় না। আমরা প্রতিদিন বিভিন্ন কাজে এই পানি ব্যবহার করে থাকি। পানি দিয়ে আমাদের তৃষ্ণা মেটাই,রান্না করি ইত্যাদি কত কাজে ব্যবহার করি। কিন্তু বর্তমানে এই বিশুদ্ধ পানি আর তেমন পাওয়া যায় না। নদ নদী,খালবিলের পানি আজ সব দূষিত হয়ে গেছে। এই সমস্যাটা সারা বিশ্বের মধ্যে দেখা দিয়েছে। আমাদের নানা রকম অপকর্মে আমরা পানি দূষিত করছি। যার কারণে আজ নিরাপদ পানির অভাব। এখন পানি পান করলে ফুটিয়ে পান করতে হয়। বিজ্ঞানীরা ধারণা করেন কয়েক বছর পর বিশুদ্ধ পানি আর পাওয়া যাবে না।এই সমস্যাটা আজ আমাদের জন্য হুমকি স্বরূপ।

আমরা বিভিন্ন ভাবে পানিকে দূষিত করছি। বিশ্বে যতই প্রযুক্তির অগ্রসর হচ্ছে,ততই পানি দূষিত হচ্ছে। যা আমাদের অপকর্মের ব্যবহারের কারণে হচ্ছে। কেননা আমরা কলকারখানার বর্জ্য পদার্থ যেখানে সেখানে ফেলে দিচ্ছি। যার কারণে পানি দূষিত হচ্ছে। অন্যদিকে, যেখানে সেখানে মৃত জীব জন্তু,ময়লা আর্বজনা, ইত্যাদি ফেলে দেই। আর বৃষ্টি হলে এগুলো পানির সাথে মিশে পুকুর, নদ নদী,ইত্যাদিতে পড়ে আর পানিকে দূষিত করে। আমাদের নদী গুলোর আজ করুণ অবস্থা। নানা রকম দূর্গন্ধ ছড়াচ্ছে। যা আজ আমরা দূষণের হুমকিতে আছি। এভাবে চলতে থাকলে আমাদের জীবন বিপন্ন হতে পারে।

তাই আমাদের উচিত, এই সমস্যাটি সমাধান করা। কলকারখানার বর্জ্য পদার্থ,ময়লা আর্বজনা নির্দিষ্ট স্থানে ফেলে দেই। তাহলে দূষণ রোধ করা সম্ভব। অন্যদিকে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তাহলে পারব আমরা এই সমস্যাটিকে সমাধান করতে।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now