অধিক চাওয়া পাওয়ায় আমরা আজ অবিশ্বাসী হয়ে গেছি।

আজ কিছু কথা বল। এটা এমন এক জাতির কথা, যে জাতি বিশ্বাসী নামে গোটা বিশ্বে পরিচিতি লাভ করে। আর এটা হল আমাদের বাঙালী জাতি। এক সভ্যতার পর আরেক সভ্যতা। এভাবে দিনের পর দিন চলে যায়। তৈরি হয় নতুন নতুন প্রযুক্তি। আর এগুলো মানুষ ব্যবহার করে বিলাশ বহুল ভাবে। আর সাথে সাথে মানুষের কাছ থেকে বিশ্বাস নামক জিনিসটা উঠে যায়।

আজ পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকালে দেখা যায়, প্রবাসী বাঙালীদের সংখ্যা অনেক বেশি। কেননা পৃথিবী জুড়ে বাঙালীদের বিশ্বাস করে। তারা সৎ,তারা নির্ভীক,তারা বিশ্বাসের মর্যাদা দিতে জানে। কিন্তু বর্তমান সময়ে কিছৃ সামাজিক সাইটে দেখতে পাওয়া যায় বাঙালিদের অপকর্মের কথা। আজ কারো টাকা মেরে খাইছে। SBD নিছে কিন্তু টাকা দেয় নি। অাবার clash of clan এর id নিছে টাকা দেয় নাই। বা টাকা দিছে কিন্তু id দেই নাই। তবে আজ কেন এই বাঙালীদের এ অবস্থা। গোটা বিশ্ব যদি এ রকম কাজ করে তাদের শোভা পায়, কিন্তু বাঙালীদের এরূপে শোভা পায়। আমরা বিশ্বাসী মানুষ। আমাদের আদি প্রজন্ম যে ভাবে চলাচল করেছে আমরাও সে ভাবে করব। কিন্তু সেটা হচ্ছে কোথায়। এ গুলো খবর তো প্রতিদিনেই পাওয়া যাচ্ছে।IMG_20180918_174224_522.JPG

তাহলে কি নতুন নতুন প্রযুক্তি আমাদের চরিএটাকে পরিবর্তন করে দিচ্ছে। নাকি আমরাই এভাবে পরিবর্তন হয়ে যাচ্ছি। আজ মনে হয় ঐ online এর কাজ গুলো না থাকলে আমরা আগের মতো থাকতাম। কিন্তু এসব কাজের মাধ্যমে আমাদের দেশের students রা উন্নত হচ্ছে, দেশের জন্য কাজ করছে। তাহলে কেন হবে এটা। আমরা কি আমাদের চরিএটা আগের মতো ধরে রাখতে পারি না।IMG_20180918_174140_399.JPG

তাই আপনাদের সবাই কে আজ অনুরোধ করে বলতেছি, কারো মাঝ থেকে এরকম চরিএটা যেন না দেখা যায়। এখানে যারা যারা উপস্থিত আছেন, ঐ রকম কেউ থাকলে পরিবর্তন হয়ে যান। কেননা আমরা পৃথিবীর কাছে আমাদের বিশ্বাসটা ধরে রাখতে চাই। আমরা বিশ্বাসের মর্যাদা দিতে চাই।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now