STEEMMONSTERS EXPLANATION IN BANGLA / স্টেম মনস্টার্স নিয়ে বিস্তারিত আলোচনা


স্টেম মনস্টার্স নিয়ে অনেক বাংলাদেশী স্টেমিয়ানদের মধ্যে অনেক কৌতুহল রয়েছে । তাই সেই কৌতুহলের অবসান ঘটাতে আজকের এই পোস্ট । আজকের পোস্টে আমি স্টেম মনস্টার্স এর খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো । তো চলুন শুরু করা যাক স্টেম মনস্টার্স নিয়ে আজকের আলোচনা ।

NeC0h5j.png

প্রথমে জানা যাক স্টেম মনস্টার্স কি ?


স্টেম মনস্টার্স হচ্ছে স্টেম ব্লকচেইন এর মাধ্যমে পরিচালিত একটি গেম । এটি একটি কার্ড কালেক্টিভ গেম, যেখানে আপনি কার্ড কালেক্ট করবেন এবং সেগুলোকে কম্বাইন করে আপনার কার্ডকে শক্তিশালী বানাবেন । স্টেম মনস্টার্সে ২ ধরনের কার্ড আছে [ ১) মনস্টার্স কার্ড (monsters) ও ২) সুমনার কার্ড (summoner) ] । মনস্টার্স কার্ড আপনার গেমপ্লেতে হিরো হিসেবে কাজ করবে এবং সুমনার কার্ড সাহায্যকারী কার্ড হিসেবে কাজ করবে অর্থাৎ গেম চলাকালীন সময় সুমনার কার্ড (summoner) আপনার হিরোকে এক্সট্রা লাইফ দিবে। গেমপ্লেতে সুমনার কার্ড (summoner) অনেক বড় ভুমিকা পালন করে । আপনার কার্ডের লাইফ এবং লেভেল যতো বেশি হবে গেমপ্লেতে আপনার জেতার সম্ভাবনা ততো বেশি হবে ।

NeC0h5j.png

স্টেম মনস্টার্স কার্ডের বিস্তারিতঃ


আমি আগেই বলেছি স্টেম মনস্টার্সে ২ ধরনের কার্ড আছে [ ১) মনস্টার্স কার্ড (monsters) ও ২) সুমনার কার্ড (summoner) ] , এছাড়াও স্টেম মনস্টার্সে RARITY অনুযায়ি মনস্টার্স কার্ড ও সুমনার কার্ড ৪ ভাগে বিভক্ত [ ১) কমন কার্ড (Common Card) , ২) রেয়ার কার্ড (Rare Card) , ৩) এপিক কার্ড (Epic Card) ও ৪) লেজেন্ডারি কার্ড (Legendary Card) ] ।
এসব কার্ড এলিমেন্ট অনুযায়ি আরো ৬ ভাগে বিভক্ত ( Fire, Water, Earth, Life, Death & Dragon)।

স্টেম মনস্টার্সে আপনি জয়েন করতে হলে আপনাকে ২ ধরনের প্যাকের সাথে পরিচিত হতে হবে ১) স্টারটার প্যাক (starter pack) ও ২ ) বুস্টার প্যাক (booster packs) । এছাড়াও এসব কার্ড ট্রেড করা যায়, তাই আপনি স্টেম মনস্টার্স মার্কেট থেকেও কার্ড ক্রয় ও বিক্রয় করতে পারবেন । স্টারটার প্যাক (starter pack) এর মূল্য 5$ এবং বুস্টার প্যাক (booster packs) এর মূল্য 2$ । স্টারটার প্যাক কিনলে আপনি ৩০টি র‍্যান্ডম কার্ড পাবেন , তবে একজন ইউজার একবার এই প্যাক ক্রয় করতে পারবেন । বুস্টার প্যাক ক্রয় করলে আপনি ৫টি র‍্যান্ডম কার্ড পাবেন, আপনি যতো ইচ্ছা ততো ক্রয় করতে পারবেন ।

NeC0h5j.png

এখন প্রশ্ন হচ্ছে মার্কেটে কতটি কার্ড বরাদ্দ আছে ?



স্টেম মনস্টার এখন আলফা এডিশনে কার্ড সেল দিচ্ছে যার জন্য বরাদ্দ ৩,০০,০০০ বুস্টার প্যাক , ইতিমধ্যে এই পোস্ট লেখার সময় ১,৭২,২২৭ বুস্টার প্যাক সেল হয়েছে এবং ১,২৭,৭৭৩ বুস্টার প্যাক এখন অবিক্রীত অবস্থায় রয়েছে । এই আলফা এডিশনে কার্ড সেল শেষ হবে ০১-অক্টোবর-২০১৮ তারিখে । তাই এই কার্ড সেল ওপেন আর মাত্র ৩০ দিন রয়েছে । আলফা এডিশন চলাকালীন সময় আপনি প্রতি ১০০ টি বুস্টার প্যাক ক্রয় করলে ১০ টি অতিরিক্ত বুস্টার প্যাক স্টেম মনস্টার্সের পক্ষ থেকে ফ্রি পাবেন ।

অনেকে ভাবছেন যে তাহলে যে সবচাইতে বেশী কার্ড ক্রয় করবে সে জিতবে আসলে বিষয়টা তেমন নয় এখানে যে স্মার্টলি কার্ড কম্বাইন করে খেলবে সেই জিতবে ।

NeC0h5j.png

কিভাবে টুর্নামেন্টের আয়োজন করা হবে ?


স্টেম মনস্টার্সে প্লেয়ার vs প্লেয়ার খেলা হবে । টুর্নামেন্ট সেট করা হবে আপনার মনস্টার্স টিমের মানা(Mana) অনুযায়ী । মানা(Mana) কি ? নিচে এক্সাম্পলে তির চিহ্ন দিয়ে যেটি বুঝানো হয়েছে সেটি হচ্ছে মানা(Mana)। আপনার অপজিট প্লেয়ার সেট করা হবে আপনার টিমের টোটাল মানার উপর ভিত্তি করে । আপনার টিমের মানা যদি ১০ হয় তাহলে আপনার অপজিট হিসেবে অন্য আরেকটি ১০ মানা প্লেয়ারের সাথে আপনার টুর্নামেন্ট ফিক্স করা হবে ।

Untitled.png

NeC0h5j.png

কিভাবে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে ?


স্টেম মনস্টার্স কার্ড সেলের মাধ্যমে প্রাইজ পুল তৈরি করবে । এখানে লো-লেভেলের টুর্নামেন্টের জন্য প্রাইজ হিসেবে কার্ডের এক্স পি (XP) এবং বুস্টার প্যাক প্রাইজ দেওয়া হবে । হাই-লেভেলের টুর্নামেন্টের জন্য অর্থাৎ বেশী মানা ব্যবহার করে যারা টুর্নামেন্ট জিতবে তাদেরকে STEEM/SBD , বুস্টার প্যাক , বিভিন্ন লেভেলের কার্ড প্রাইজ দেওয়া হবে । এসবের পাশাপাশি যারা গেমে হেরে যাবে তাদের মনস্টার্সের এক্স পি (XP) আপ হবে ।

NeC0h5j.png

আজ এই পর্যন্ত !! স্টেম মনস্টার্স নিয়ে যদি আপানার কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আশাকরি সমাধান পেয়ে যাবেন ।

zakucustomfooter2.gif

All information, stats, Image collected from Steemmonsters.com & @steemmonsters blog

Steem Monsters Contact Info

flower-squiggle-2s.png
Official Account: @steemmonsters
Website: https://steemmonsters.com
Discord: https://discord.gg/CAFJRjY
Twitter: https://twitter.com/SteemMonsters
Instagram: https://www.instagram.com/steemmonsters/
Telegram Group: here
Steem Monsters FanBase on DLive: here

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now