the libaration war

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQFxRcZHIGlIrQwOz-2uS2TR2uwO_YtVedeqvZ0Hz4985x-UHMVHMu-fc8

img 

বাংলাদেশের মুক্তিযুদ্ধ

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য একটি অনিবার্য বিষয় 1971 সালের 25 মার্চের মধ্যে রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর সর্বাধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে এদেশের নিরীহ ঘুমন্ত মানুষের ওপর অতর্কিত আক্রমণ শুরু করলে বঙ্গবন্ধু-শেখ-মুজিবুর-রহমান 26 শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন


 বাংলাদেশের ও সাংবাদিক নেতারা এ ঘোষণায় উজ্জীবিত হয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, শিল্পী সাহিত্যিক, যুবকসহ নানা পেশার মানুষের সাথে বাঙালি সেনা ই.পি.আর. পুলিশ আনসারের সহশ্রাম মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয় এদেশের সর্বস্তরের মানুষ নানাভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা করতে এগিয়ে আসে 

img


পাকিস্তানের সেনা তাদের এ দেশীয় দোসরদের অত্যাচার-নির্যাতন নির্বিচার হত্যা ধ্বংসযজ্ঞের কারণে এক কোটি মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেয় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ সহ নানাভাবে ভারত আমাদের সাহায্য সহযোগিতা করে পৃথিবীর বিভিন্ন দেশের বুদ্ধিজীবী রাজনীতিক মানবাধিকার নেতৃত্ববৃন্দ সাংবাদিকসহ সচেতন মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নানাভাবে সহায়তা করেন

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRpqFHFT7QGQqa7_dJVymRao0lGKRLV3J6yzX9BMnN_Bpa07pEuo_0bPg

img 

 মুক্তিযোদ্ধারা গেরিলা ও সম্মুখযুদ্ধে আলাদা এদের বিভিন্ন সেক্টরে হত্যা ও পরাজিত করতে থাকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের যৌথবাহিনীর প্রবল আক্রমণের মুখে পাকিস্তানি সম্পূর্ণভাবে পরেইতো হয় এবং আত্মসমর্পণ করে মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে পৃথিবীর বুকে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বাংলাদেশের প্রতিটি মানুষের মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ভাবে জানা অবশ্যকর্তব্য

তারপর আরও বলেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় বাংলা-জয় বঙ্গবন্ধু

শেষ





H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now