সাকিবদের সঙ্গে বিশ্ব একাদশে খেলবেন পান্ডিয়া-কার্তিক

a7aac61ad44e45683cedfb2b10345578-5aeb08fc9fd44.jpg

৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে নামবে বিশ্ব একাদশ। বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবালের সঙ্গে বিশ্ব একাদশে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক। থাকছেন ভারতের হার্দিক পান্ডিয়া ও দিনেশ কার্তিক।
নিদাহাস ট্রফিতেই দুজন ছিলেন চরম প্রতিপক্ষ। শেষ ওভারে দল জেতানোর প্রতিজ্ঞায় দিনেশ কার্তিক। উল্টো দিকে তাঁকে আটকানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এ মাসের শেষেই আবার দেখা হবে দুজনের। তবে এবার আর প্রতিদ্বন্দ্বী নন, দুজনই খেলবেন এক দলের হয়ে। আগামী ৩১ মে বিশ্ব একাদশের হয়ে খেলবেন দিনেশ কার্তিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ এ ম্যাচে ভারতের পক্ষ থেকে অংশ নেবেন হার্দিক পান্ডিয়াও।
গত বছর হারিকেন ইরমা ও মারিয়ার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যারিবীয় অঞ্চলের বেশ কিছু স্টেডিয়াম। এর মাঝে পাঁচটি স্টেডিয়াম পুনর্নির্মাণের জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে। সে উদ্দেশ্যেই আগামী ৩১ মে লন্ডনে এই টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বিশ্ব একাদশ। ১৯ এপ্রিল বিশ্ব একাদশের হয়ে খেলা নিশ্চিত করেছিলেন শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও থিসারা পেরেরা।
২৩ এপ্রিল এ তিনজনে সঙ্গী হয়েছিলেন সাকিব ও তামিম ইকবাল। আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানও এই দলে থাকবেন। এ ছয়জন ছাড়াও এ ম্যাচ খেলার ব্যাপারে সম্মতি দিয়েছেন ইংল্যান্ডের সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক এউইন মরগান। বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন মরগানই। আজ এ দলের সঙ্গে খেলার ব্যাপার নিশ্চিত করেছে পান্ডিয়া ও কার্তিক।
পান্ডিয়া ও কার্তিকের অংশগ্রহণ ম্যাচটির আকর্ষণ অনেকটাই বাড়িয়ে দেবে বলে মত ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান জাইলস ক্লার্কের। এটাকে দর্শকদের জন্যও একটা সুযোগ বলে মনে করেন তিনি, ‘ভারতীয় ভক্তদের জন্য এ দুজন আকর্ষণীয় ক্রিকেটারকে খেলতে দেখার দারুণ সুযোগ এটি। এরা লর্ডসে স্মরণীয় এক ম্যাচের মান ও তারকা আকর্ষণ বাড়াবে। মানুষ এখনো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ৪৩ বলে ৭৬ রানের ইনিংসের কথা মনে রেখেছে। কার্তিকও লর্ডসে টেস্ট খেলেছেন। তিনি এখন দুর্দান্ত ফর্মে আছেন এবং কদিন আগেই বাংলাদেশের বিপক্ষে নিদাহাস ট্রফিতে ৮ বলে ২৯ রানের ঝড় তুলেছিলেন। শেষ বলে ছয় মেরে দল জিতিয়েছেন।’
বিশ্ব একাদশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন কার্লোস ব্রাফেট। ক্রিস গেইল, মারলন স্যামুয়েলসসহ বড় বড় ক্যারিবীয় তারকার থাকার কথা এ ম্যাচে

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now