Bangladesh Cricker Test Match Update || 403/8

স্পোর্টস ডেস্ক : ম্যাচ সমাপ্ত, বাংলাদেশ ৪০৩/৮, উইন্ডিজ ৩১০/৮
★★★★★★★★★★★★
উইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে সফরকারী বাংলাদেশ ও উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের মধ্যকার একমাত্র দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। অ্যান্টিগায় শুক্রবার শেষ হওয়া এ ম্যাচে তামিম-রিয়াদদের পর দ্যুতি ছড়িয়েছেন টাইগার পেসাররা।

সেই সাথে স্বাগতিকদের বিপক্ষে দ্যুতি ছড়িয়ে আসন্ন সিরিজে ভালো কিছু করার ইঙ্গিত দিয়ে আগে থেকেই দিয়ে রাখলো শফিউল-রাহীরা।
image
বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৮ উইকেটে ৪০৩ রানের বিপরীতে দ্বিতীয় দিন ব্যাট করে ৮৫ ওভারে স্কোরবোর্ডে ৮ উইকেটে ৩১০ রান জমা করে স্বাগতিকরা। উইন্ডিজ একাদশের বিপক্ষে বাংলাদেশের নিয়মিত স্পিনাররা নিষ্প্রভ থাকলেও শুরু থেকেই আক্রমণাত্বক ছিলেন পেসাররা। যার সাফল্যও ধরা দিয়েছে পেসারদের টালিতে।

উইন্ডিজের খোয়ানো আট উইকেটের মধ্যে ছয় উইকেটই শিকার করেছে বাংলাদেশের পেসাররা। বাকি দুটি উইকেট নিয়েছেন দুই পার্ট-টাইম বোলার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হক। টাইগার পেসারদের মধ্যে রুবেল, রাব্বিরা একটি করে উইকেট পেলেও সবচেয়ে উজ্জ্বল ছিলেন শফিউল ও টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা রাহী।

রাহী ১৩ ওভার বল করে ৪ মেডেনসহ ৩৯ রান খরচায় ম্যাচটিতে তুলে নেন চার উইকেট, তাছাড়া শফিউল ১২ ওভার বল করে ১ মেডেনসহ ৪৮ রানের বিনিময়ে নেন একটি উইকেট। ৯ ওভার বল করে ৩০ রান খরচায় সাকিব, ১১ ওভারে ৪৩ রান দিয়ে মিরাজ ও ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৩ রান খরচ করেও উইকেটের দেখা পাননি তাইজুল ইসলাম। মূল লড়াইয়ের আগে যা কিছুটা হলেও চিন্তার ভাঁজ হয়েই থাকছে সফরকারীদের জন্য।

উইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১২৩ রান আসে শিমরন হেটমায়ারের ব্যাট থেকে। তাছাড়া দলনেতা শামার ব্রেকস ৭২ ও ভিশল সিং শেষদিকে খেলেন ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

এর আগে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে দারুণ অভিজ্ঞতার সম্মুখীন হলো বাংলাদেশ। ইনিংসের শুরুতে ব্যাটিং বিপর্যয় সত্ত্বেও দিন শেষে রান পাহাড়ে চড়েছে দলটি। তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত শতকের সাথে সাকিবের অর্ধশতক দিন শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ করেছে ৮ উইকেটে ৪০৩ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ১২৫ রান আসে তামিমের ব্যাট থেকে। টাইগার ওপেনারের দেখানো পথে হেঁটে রিয়াদও শতক হাঁকিয়ে মাঠ ছাড়েন ব্যক্তিগত ১০২ রানে। সতীর্থদের ব্যাট করার সুযোগ করে দেওয়ার দিন দলের হয়ে গুরুত্বপূর্ণ ৬৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক সাকিব আল হাসান। তাছাড়া ৪০ রান আসে সাত নম্বরে ব্যাট করতে নামা ইমরুল কায়েসের ব্যাট থেকে।

উইন্ডিজ বোলারদের মধ্যে জোসেফ ৫৩ রানের বিনিময়ে ৪টি, হার্ডিং ও রোমারলো প্রত্যেকেই একটি করে উইকেট লাভ করেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ
দুই দিনের প্রস্তুতি ম্যাচ, প্রথম ইনিংস
বাংলাদেশ ৪০৩/৮ (৮৪.২ ওভার)
তামিম ১২৫, লিটন ২, মুমিনুল ৭, শান্ত ৪, সাকিব ৬৭, মাহমুদউল্লাহ ১০১, সোহান ১, মিরাজ ২৮, ইমরুল ৪০, তাইজুল ৯*, রাব্বি ০, জোসেফ ৫৩/৪, রোমারলো ৬৭/১, হার্ডিং ৯২/১

উইন্ডিজ একাদশ ৩১০/৮ (৮৫ ওভার)
ক্যাম্পবেল ০, ত্যাগনারায়ণ ২৪, মোসেলে ০,ব্রুকস ৭২, হেটমায়ার ১২৩, হ্যামিলটন ০, ভিশল ৪৫, শেফার্ড ২৬*, মতি ০; রাহী ১৩-৪-৩৯-২, রুবেল ৯-৪-২৪-১, শফিউল ১২-১-৪৮-২, রাব্বি ১৩-৩-৪১-১, মিরাজ ১১-২-৪০-০, সাকিব ৯-১-৩০-০, তাইজুল ১০-১-৪৩-০, রিয়াদ ৪-২-১৩-১, মুমিনুল ৪-০-২২-১

ফলাফলঃ ম্যাচ ড্র।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center