This content got low rating by people.

জয় দিয়ে শুরু করল বাংলাদেশ



Source

টস এ জিতে বাংলাদেশ ব্যাটিং করার সিদ্বান্ত নেই বাংলাদেশ প্রথম ব্যাটিং শুরু করে লিটন কুমার দাশ এবং ইমরুল কায়েস শুরুতে দাক্কা খায় লিটন কুমার উকেট বিলিয়ে দিয়ে তার পর থেকে শুরু হয় এশিয়া কাপের সেই চেনা মুখ এক এক করে উকেট বিলিয়ে দিয়ে আশা শুরু করল।
ইমরুল ঠিক পথে হাঠলে ও কেউ যেন সাপোর্ট দিতে পারছে না ইমরুল কে,
ঠিক তখনেই ইমরুল এর সাথে পাল্লা দিয়ে হাটছে মিতুন কিছু সময় তিতু হয়ে ইমরুল ও ৩৭ রানের মাথায় বিদায় নেই তার পর থেকে বিপদ বাড়তে থাকে বাংলাদেশ এর মিতুন এর বিদায় এর পর একেক করে মাহামুদুল্লাহ মিরাজ বিদায় এক সময় মনে হয়ছিল বাংলাদেশ ২০০ পর্যন্ত যেতে পারবেন না ঠিক সেই সময় এসে সাইফুউদ্দিন বাংলাদেশ কে একটা সমতকার জুটি উপহার দেই ইমরুল আর সাইফুউদ্দিন ,দিরে দিরে সাইফুউদ্দিন আর ইমরুল এগিয়ে নিয়ে যায় বড় স্করার পথে
সাথে তুলে নেই ইমরুলের সেন্সুরী আর সাইফুউদ্দিন ফিফফটি করে বাংলাদেশ কে বড় লিড দেই
শেশ পর্যন্ত বাংলাদেশ এর স্কয়ার দারাইয় ২৭১ রান ।
শুরুতে আক্রমন হয়ে উঠলে ও আর পেরে উঠে নি জিম্মবাবুয়া শেষ পর্যন্ত বাংলাদেশ জয় পাই
২৮ রানে ম্যান অব দ্যা ম্যাচ হয় ইমরুল কায়েস

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now