ইতিহাস বলছে ক্রোয়েশিয়া চ্যাম্পিয়ন হবে???

বিশ্বকাপ আয়োজনের অন্তিম লগ্নে রাশিয়া। চলছে বিশ্বকাপ মানে চুলচেরা বিশ্লেষণ। ইতিহাসের পাতা উলটে কাঁটাছাড় করা হয়েছে পরিসংখ্যান নিয়ে। এখন বাকি আর মাত্র একটি ম্যাচ তার পরেই জানা যাচ্ছে কে হচ্ছেন ২১তম বিশ্বকাপের চ্যাম্পিয়ন।ফাইনালে (source:https://goo.gl/images/Tu6cS5)কোন দুটি দল খেলবে তা নির্ধারিত হয়েছে


(source:https://goo.gl/images/iiZchy)

ফুটবলপ্রেমীদের একাংশ দাবি করছে এবারে চ্যাম্পিয়ন হবে ক্রোয়েশিয়া।আসলে এই দাবির পিছনে তাদের যুক্তি হলো, বিগত ৬০ বছরের ধারা অব্যাহত রেখে এবারো নাকি নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে বিশ্ব। আসলে ১৯৫৮ সাল থেকে প্রতি ২০ বছর অন্তর অন্তর নতুন নতুন চ্যাম্পিয়ন পেয়ে আসছে ফুটবল। ১৯৫৮ সালে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেবারের ফাইনালে সাম্বার ছেলেরা হারিয়েছিল সুইডেনকে।

চলে আসুন ২০ বছর পর, অর্থাৎ ১৯৭৮ সালে। সেবারে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ফাইনালে নীল-সাদা ব্রিগেড হারিয়েছিল নেদারল্যান্ডকে। চলে আসা যাক আরও ২০ বছর পরে ১৯৯৮’ সালে।


(source:https://goo.gl/images/5ckT6n)

জিনেদিন জিদানের ফ্রান্স স্বপ্নভঙ্গ করেছিল ব্রাজিলের।তার ঠিক ২০ বছর পর সেই ফ্রান্সের মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া। এখন পর্যন্ত বিশ্বকাপের ফাইনালে উঠতে পেরেছিল না ক্রোটরা।এবারই নিজেদের ইতিহাসের সেরা পারফরম্যান্স দেখিয়েছে মদরিচরা। গত ৬০ বছরের এই ট্রেন্ড বজায় থাকলে এবারেও নতুন চ্যাম্পিয়ন পেতে পারে ক্রোয়েশিয়া।কিন্তু নিজেদের ফুটবল ইতিহাসে দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ফ্রান্সই বা ছাড়বে কেন?


(source:https://goo.gl/images/D4kZi3)

১৯৯৮ সালে এই ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে সহজেই জিতেছিল ফ্রান্স। এবারেও নাকি সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটতে চলেছে।তাছাড়া খেলোয়াড় ও কোচ দুই হিসেবেই বিশ্বকাপ জয়ের অনন্য নজির গড়তে মরিয়া দিদিয়ের

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now