বিশ্বকাপে ভারতের প্রথম জয় !

আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা করলো ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম ম্যাচের ভারত মুখোমুখি হয়েছিলো আয়ারল্যান্ডের বিপক্ষে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আয়ারল্যান্ডকে আট উইকেটের ব্যবধানে হারিয়েছে হট ফেভারিট ভারত দল। আয়ারল্যান্ডলে মাত্র ৯৬ রানেই আটকে দেওয়ার পর মাত্র ২ উইকেট হারিয়েই কাক্ষিত লক্ষ্যে পৌছে যায় রোহিত শার্মার নেতৃত্বাধীন ভারত!

২০টি দল নিয়ে অনুষ্ঠিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অবস্থান গ্রুপ এ তে। ভারতের পাশাপাশি এই গ্রুপে রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডা, আয়ারল্যান্ড এবং পাকিস্তান। এই গ্রুপ থেকে নিঃসন্দেহে পরবর্তী রাউন্ডের জন্য এগিয়ে রয়েছে ভারত এবং পাকিস্তান। প্রতিবারের মতো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও শক্তিশালী দল গঠন করেছে ভারত দল। ক্যাপ্টেন রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারত দলে রয়েছে হার্দিক পান্ডিয়া, রিশাব পান্ট, বিরাট কোহলি, জাসপ্রিত বোমরাসহ ভারতের সেরা পারফর্মাররাররা!

ভারত এবং আয়ারল্যান্ডের গতকালের ম্যাচের শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের ক্যাপ্টেন । ভারতের আমন্ত্রণে আইল্যান্ডের হয়ে ওপেনিংয়ে আসে বিলবার্নি এবং ক্যাপ্টেন পল স্টার্লিং। কিন্তু আয়ারল্যান্ডের পক্ষে ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে ব্যর্থ হয় এই দুই ওপেনার। ফলে ম্যাচের শুরুতেই চাপে পড়ে যায় আয়ারল্যান্ড দল। ওপেনারদের পর ভালো ব্যাটিং করতে ব্যর্থ হয় আয়ারল্যান্ড দলের বাকি ব্যাটসম্যানরাও। ফলে দলীয় ১০০ রান পূর্ণ করার আগেই অল-আউট হয়ে যায় আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং পারফরমেন্সের পর ব্যাটিংয়ের শুরুটা ভালো হয় ভারতের। আয়ারল্যান্ডের দেওয়া ৯৭ রানের জবাবে মাত্র একরান করে বিরাট কোহলি আউট হলেও দলের রানা চাকা সচল রাখে ক্যাপ্টেন রোহিত শার্মা এবং রিশাব পান্ট। দুজনে মিলে গড়ে ৭০+ রানের জুটি। একটা সময় রোহিত শার্মা রিটায়ার্ড হার্ড হয়ে মাঠ ছাড়লেও দলের জয় নিশ্চিত করে পান্ট। ফলে মাত্র ১২.২ ওভারেই ম্যাচে আট উইকেট এর ব্যবধানে জয় পেয়ে যায় ভারত দল। এই জয় মূল্যবান দুই পয়েন্টের পাশাপাশি বেশ ভালো রেটিং পয়েন্ট অর্জন করেছে ভারত৷

অপরদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে রেকর্ড জয় পেয়েছে উগান্ডা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোন জয় পেলো আফ্রিকান দেশটি। গতকাল অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টসে জয়লাভ করে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো উগান্ডা। শুরুতে বোলিং করে পাপুয়ানিউগিনিক ৭৭ রানেই অল-আউট করে দলটি। পরবর্তীতে সাত উইকেট হারিয়ে ৭৮ রান চেজ করে তিন উইকেটের ব্যবধানে জয় পায় উগান্ডা।


1000020560.jpg
INDIAN CRICKET TEAM

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center