খুলনা টাইগার্সের বিপক্ষে ফরচুন বরিশালের অবিশ্বাস্য জয়!

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের লড়াই। বিপিএলে আজকের দিনে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই শিরোপা প্রত্যাশী দল ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স৷ এই ম্যাচে নাটকীয়তার সাক্ষী হয়েছে দুই দলের ভক্ত সমর্থকরা। প্রথম ইনিংসে পয়েন্ট টেবিলের শীর্ষ দল খুলনা টাইগার্সের অসাধারণ পারফরমেন্সের পর, দ্বিতীয় ইনিংসে মেহেদি হাসান মিরাজ এবং শোয়েব মালিকের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয় পেয়েছে বরিশালের দল ফরচুন বরিশাল। এই ম্যাচে শেষ ১০ বলে ৩২+ রান তুলে জয় পেয়েছে দলটি।

খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচের শুরুতে টসে জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল খান। দলটির একাদশেও আসে পরিবর্তন। এক ম্যাচ পর আবারো একাদশে ফিরে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক এবং স্পিনার তাইজুল ইসলাম। অপরদিকে খুলনার একাদশে জায়গা করে নেয় ফাহিম আশরাফ এবং পারভেজ হাসান ইমন।

দলের শক্তিমত্তা বিবেচনায় এই ম্যাচে এগিয়ে ছিলোনা কোন দলই। বরিশাল এবং খুলনা দুই দলেই রয়েছে দেশী বিদেশী নামকরা খেলোয়ার। তবে খুলনা টাইগার্সের বিদেশী তারকারা বরিশালের চাইতে এগিয়ে৷ অপরদিকে বরিশালের দেশী তারকারা আবার খুলনার চাইতে এগিয়ে। তাই এই ম্যাচে ভালো লড়াইয়ের আশা করছিলো সাধারণ ভক্ত সমর্থকেরা। ভক্তদের আশার শর্তভাগ পূর্ণতা দিয়েছে এই ম্যাচটি!

বরিশালের আমন্ত্রণে খুলনার হয়ে শুরুতে ব্যাটিংয়ে আসে দুই ওপেনার এনামুল হক বিজয় এবং পারভেজ হাসান ইমন। তবে এই দুই ওপেনার দলকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হয়। ১৩ বলে ১২ রান করে প্রথম খেলোয়ার হিসেবে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরে খোলার ক্যাপ্টেন এনামুল হক বিজয়। এক পারভেজ হাসান ইমন ব্যতীত খোলা টপ অর্ডার এবং মিডেল অর্ডারের ব্যাটসম্যানরা ব্যাটাতে পুরোপুরি ব্যর্থ হয়। অপদিকে দলটির লো মিডের অর্ডার ব্যাটসম্যানরা ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে। দুই পাকিস্তানি প্লেয়ার মোহাম্মদ নাওয়াজ এবং ফাহিম আশরাফের কল্যানে ১৫৫ রানের সম্মানজনক স্কোর করতে সক্ষম হয় খুলনা টাইগার্স!

খুলনা টাইগার্সে দেওয়া ১৫৬ রানের জবাবে বরিশালের শুরুটা ভালো না হলেও সৌম্য সরকার, তামিম ইকবাল এবং মুশফিকের অল্প অল্প কন্ট্রিবিউশনে এগিয়ে যাচ্ছিলো ফরচুন বরিশাল। তবে ১০০ রানে পাচ উইকেট হারিয়ে ম্যাচে পিছিয়ে পড়েছিল দলটি। একের পর এক ডট বল কনসিডের ফলে খুলনার বিপক্ষে জয় পাওয়াটা অনেকটাই অসম্ভব মনে হচ্ছিলো। জয়ের জন্য শেষ তিন ওভারে বরিশালের প্রয়োজন ছিল ৪০+ রানের। ঠিক সেই মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দেয় দুই ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ এবং শোয়েব মালিক।

খুলনা টাইগার্সের বোলারদের চার ছক্কা হাকিয়ে ম্যাচে ব্যবধান কমিয়ে আনে বরিশাল। শেষ ওভারে দলটির জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রানের। খুলনার পক্ষে শেষ ওভারের দায়িত্ব তুলে দেওয়া হয় শ্রীলঙ্কান রিক্রুট দাসুন শানাকার হাতে। কিন্তু এই অভিজ্ঞ প্লেয়ার পুরোপুরি ব্যর্থ হয় শেষ ওভারে ১৮ রান ডিফেন্ড করতে। প্রথম বলেই মেহেদী হাসান মিরাজ বিশাল ছয় হাকালে চাপে পরে যায় শানাকা। সেই চাপ আর সামাল দিয়ে পারেনি এই শ্রীলংকান। শোয়েব মালিকের অসাধারণ ফিনিশিংয়ে দুই বল হাতে রেখেই জয় পায় বরিশাল। সেই সাথে অসাধারণ এক ম্যাচের সাক্ষী হয় সাধারণ ভক্ত সমর্থকেরা!


1000015242.jpg
BANGLADESH CRIKET: THE TIGERS

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center