বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ প্রিভিউ।

Source
সকালে শেষ হয়ে দুপুর গড়াইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ক্রিকেট ম্যাচ। ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এ খুব একটা ভাল অবস্থানে নেই বাংলাদেশ। সমীকরণ সেমিফাইনাল খেলার আশা দেখালেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। টপ ৪ এ থাকা টিমগুলো বাংলাদেশ থেকে অনেক ভাল অবস্থানে রয়েছে। তারা যেমন ভাল একটি অবস্থানে রয়েছে তেমনি রয়েছে ভাল ফর্মেও। তাই ৬ ম্যাচ খেলে ৫ পয়েন্ট অর্জন করা বাংলাদেশ দলের জন্য সেমিফাইনালে যাওয়ার সম্ভবনা নাই বললেই চলে। তারপরেও যেহেতু সমীকরণ বলছে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন এখনো বেঁচে আছে সেহেতু তারা আজকের ম্যাচ সহ সামনের ম্যাচগুলোতেও জয় নিয়ে মাঠ ছাড়ার সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশ দল।

আফগানিস্তান তেমন কোনো ভাল দল না হলেও বাস্তবে ৩০ বছর বয়সী ও ক্রিকেটের মাঠে আজীবন ১৯ বছর বয়সী রশিদ খানের মুখ ফসকানো কথার কারণে প্রায়ই টিভি নিউজের শিরোনাম হয় এই দলটি। গত কিছুদিন আগেও আফগানিস্তান কে এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে দাবি করে নানা ধরণের সমালোচনার শিকার হন তিনি। এশিয়ান জায়ান্ট টিমগুলোর ভক্তরাও ক্ষেপেছেন তার উপর। তাই বলা যায় আজকের ম্যাচটি দর্শকদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করবে।

বিশ্বকাপ বাছাই পর্বের ৬ টি ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায়নি আফগানিস্তান দল। এমনকি ভারত ছাড়া অন্য কোনো দলের কাছে পাত্তাও পায়নি তারা। প্রতিটি দলই তাদের বিপক্ষে পেয়েছে সহজ জয়। বিশ্বকাপের দলীয় পারফরম্যান্স হিসাব করলে আফগানিস্তানকে হেসে খেলেই উড়িয়ে দিতে পারার কথা বাংলাদেশের।

Source
প্রতিটি ম্যাচের মত এবারেও আলোচনায় থাকবে বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। কেননা এবারের বিশ্বকাপের মঞ্চে তিনি অপ্রতিরোধ্য। ৬ ম্যাচ খেলে ২ টি শতক ও ২ টি অর্ধ শতক হাকিয়ে হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার। ৬ ম্যাচে ৪৪৭ রান নিয়ে তার উপরে আছেন কেবল ডেভিড ওয়ার্নার। বল হাতেও বেশ সফল তিনি।

চিন্তার কারণ হয়ে দাড়াবে তামিম ইকবাল খান। এবারের বিশ্বকাপের মঞ্চে তিনি কোনোভাবেই হাত খুলে খেলতে পারছেন না। একারণেই তো বাংলাদেশের এ ভরাডুবি অবস্থা। ভক্তদের শুধু একটিই প্রত্যাশা থাকবে যেন তামিম ইকবাল খান তার স্বরুপে ফিরে আসেন।

এবারের বিশ্বকাপের মঞ্চে মোটামুটি ভালোই সফল সৌম্য সরকার। তাই আফগানিস্তানের মত দূর্বল দলের বিপক্ষে ওপেনিংয়ে তার উপর ভরসা রাখাই যায়।

সবসময়ের মত এবারেও মিডল অর্ডারে একমাত্র ভরসা মুশফিকুর রহিম। তবে দেখার বিষয় তাকে সঙ্গ দেওয়ার জন্য দলে কাকে নেওয়া হয়। কে হতে পারে মিডল অর্ডারে মুশফিকুর রহিমের সঙ্গী?
লিটন দাস নাকি মোহাম্মদ মিথুন?
এ প্রশ্ন রয়েই গেল। আমি ব্যাক্তিগতভাবে চাইব এই ম্যাচেও যেন লিটন দাসকে সুযোগ দেওয়া হয়।

এই বিশ্বকাপে আমাদের একমাত্র দুর্বলতা হচ্ছে বোলিংয়ে। কোনো বোলার তার স্বরুপে নেই। দলের একমাত্র অভিজ্ঞ ও ভরসার বোলার মাশরাফি বিন মর্তুজা ও নেই তার সেরা ফর্মে। মোস্তাফিজুর রহমান ও যেনে হারিয়ে খুঁজছেন নিজেকে। বোলিংয়ে ধার নেই রুবেল হোসেনেরও। সাকিব আল হাসান এবার বোলিং থেকে ব্যাটিংয়েই বেশ মনোযোগী। তাছাড়াও আমাদের নেই কোনো জেনুইন ফেইস বোলার। তাই বোলিং ই আমাদের একমাত্র চিন্তার বিষয়।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center