Sport

স্পোর্টস ডেস্ক: লাসিথ মালিঙ্গা আইপিএলের জন্য নিজের দেশের জাতীয় দলের হয়ে খেলার পথটা প্রায় বন্ধ করে ফেললেন এই বাহারি চুলের শ্রীলংকান খেলোয়ার। মালিঙ্গা এবার এইপিএলে কোন দলের হয়ে খেলছেন না কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং উপদেষ্টা হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।

গত বুধবার থেকে শুরু হয়েছে শ্রীলংকার ঘরোয়া ক্রিকেটের একদিনের টুর্নামেন্ট। কিন্তু মালিঙ্গা এই টুর্নামেন্টে খেলছেন না ।যদিও শ্রীলংকান ক্রিকেট বোর্ড স্পস্ট জানিয়ে দিয়েছেন মালিঙ্গাকে জাতীয় দলের হয়ে খেলতে হলে এই টুর্নামেটে অংশ গ্রহন করতে হবে। কিন্তু মালিঙ্গা থেকে গেলেন ভারতে মুম্বায়ের বোলিং উপদেষ্টা হয়ে।

এই সিদ্ধান্তের কারণে হয়তা শ্রীলংকার হয়ে জাতীয় দলে আর খেলতে দেখা যাবেনা মালিঙ্গাকে। তবে বোর্ড বলেছে আইপিএল শেষ করেও যদি তিনি এই টুর্নামেণ্টে অংশ গ্রহণ করেন। তাহলেও বিবেচনা করবে বোর্ড।

এই ব্যাপারে মালিঙ্গা এক ভিডিও বার্তায় বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে আমার কাজ শেষ হবে মে মাসের ২৫ বা ২৬ তারিখ। এরপর আমি অনুশীলন করার জন্য ফ্রি থাকবো অথবা যেখানেই খেলতে বলা হোক খেলতে পারবো। আর আমি যদি নিজেকে প্রমাণ করতে পারি, তাহলে নির্বাচকমন্ডলী আমাকে বাছাই করবে আশা করছি।’ তবে বোর্ডের বার্তা ছিল বেশ কড়াকড়ি, তাহলে কি নিজের ক্যারিয়ারের পথটা অনেক রুঢ় করে ফেললেন মালিঙ্গা।
এমটি নিউজ/এপি/ডিসি। image

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center