আমাদের সমাজ

আমরা বাংলাদেশের বিভিন্ন গ্রাম কিংবা শহরে বসবাস করি। গ্রাম এবং শহরের সংস্কৃতি কিংবা বসবাসের পরিবেশ ও অভ্যাস ভিন্ন। গ্রামাঞ্চলে সাধারণত একতালা বাসায় সবাই বসবাস করে । কোন কোন যায়গাতে অনেকে মাটির ঘর কিংবা বাসের তৈরি ঘরে থাকতে দেখা যায়। এগুলো খড়ের চালা দিয়ে ঢাকা থাকে । কিন্তু শহরে বাড়ি গুলো একতালা থেকে বহুতালা দেখা যায়। সেখানে মানুষ একটু আবদ্ধ ভাবে বসবাস করে । শহরে পাড়াপ্রতিবেশীদের সাথে খুব একটা ভালো সম্পর্ক দেখা জায়না । কিন্তু গ্রামে সবাই মিলেমিশে বসবাস করতে দেখা যায়।

এক সময় গ্রামে মাতব্বর শ্রেণীর মানুষকে খুব সম্মান করা হত । তারাই গ্রামের সকল বিচার আচার সম্পাদন করতেন । সবাই তা মেনেও নিতেন । কিন্তু এখন সে ঐতিহ্য নেই । গ্রামের মানুষ গুলো একটু কম সচেতন যার কারনে তারা অনেকে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া বেশিদূর করতে ইচ্ছুক না। কিন্তু শহরের মানুষ লেখা পড়ার দিক দিয়ে বেশ সচেতন । তারা তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য সব কিছুর ব্যবস্থা করে । উচ্চতর শিক্ষার জন্য উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে সর্বদা চেষ্টা করে ।

image source : https://www.tripadvisor.com.sg/LocationPhotoDirectLink-g297390-d1102505-i19030813-Quad_Adventure_Cambodia_Siem_Reap-Siem_Reap_Siem_Reap_Province.html

গ্রামের ছেলে মেয়েদের শিক্ষার জন্য বেশ সংগ্রাম করতে হয় । যেহেতু তেমন কোন সুযোগ সুবিধা তারা পায়না , সে কারনে নিজ উদ্যোগে এগিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্যও বটে। তার পরও এখন গ্রামের মানুষেরাও বেশ সচেতন হয়ে উঠছে । গ্রামের মানুষেরা ইন্টারনেট ও বিভিন্ন মিডিয়ার কল্যাণে বিশ্বের সাথে তালমিলিয়ে চলার চেষ্টা করছে । ভবিষ্যতে হয়ত গ্রামের মানুষেরাও শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাবে । এবং দেশ গঠনে তারাও সমান ভাবে অবদান রাখতে পারবে ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center