স্মার্ট ফোনে আসক্ত???

স্মার্ট ফোন অতি বেশি ব্যাবহারে তরুণ প্রজন্মের জন্য বিপদের কারন হতে পারে। আমরা আমাদের চার পাশ একটু খেয়াল করলেই দেখবো বাচ্চা থেকে শুরু করে কিশোর কিশোরী পর্যন্ত প্রায় সবাই আমরা স্মার্ট ফোন বা অন্যান্য ডিজিটাল যন্ত্রের প্রতি আসক্ত। আমরা একটা দিন ও নেট ছাড়া কিছু চিন্তা করতে পারি না। তবে এই স্মার্ট ফোন আমাদের জন্য কতটা ক্ষতিকর তা কি আমরা জানি??

মনোযোগ ঘাটতি বা হাইপার অ্যাক্টিভ ডিস অর্ডার ( এ ডি এইচ ডি ) সমস্যার ঝুঁকি বাড়ায় এই অতিরিক্ত স্মার্ট ফোন আসক্তি। স্মপ্রতি আক বিশেষ গবেষণায় এটি ওঠে এসেছে।

এ ডি এইচ ডি মস্তিস্কের একটি বাধি , যার উপসর্গের মধ্যে রয়েছে এক ধরনের মনোযোগ হীনতা , অতিপ্রাকৃত আচরণ এবং আবেগ প্রবনতা যা কর্ম ক্ষমতা অ উন্নয়নে হস্তক্ষেপ হতে পারে ।

যারা খুবই আসক্ত তাদের ভবিষ্যতে এ ডি এইচ ডি সৃষ্টি হতে পারে । আর অবশ্যই ডিজিটাল মিডিয়ায় অনিয়মিত হতে হবে সে ক্ষেত্রে এ ডি এইচ ডি ঝুঁকি কমবে ।phn.JPGphnus.JPG

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center