Our programe time

image
কাঠি সদর উপজেলার একটি গ্রাম....
বন্ধুরা সবাই মিলে পিনিক নেয়ার জন্য আসছিলাম,, কিন্তু নিয়ে গেলাম কিছু বিশুদ্ধ বিরল অনুভূতি.....
।। যা এখনকার যুগে খুবই দুষ্প্রাপ্য ।
..
.. গ্রামের দৃশ্যপট টা অন্য গ্রাম থেকে অনেকটাই আলাদা । প্রতিটা বাড়ির পাশেই রয়েছে ছোট বড় খাল ।
"গ্রামের মেঠো পথ "-কথাটা এখানে প্রযোজ্য নয় ।। প্রযোজ্য হবে -- "" গ্রামের মেঠো খাল। ""😜 প্রতিটা বাড়িই কোন না কোন খাল দ্বারা পরিবেষ্টিত । আর যানবাহন হিসেবে আছে ছোট ছোট ডিঙি নৌকা।
.
ফলশ্রুতিতে একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির দূরত্ব তুলনামূলকভাবে একটু বেশি। গাছপালার ঘনত্বের কারণে একটু ভূতুড়ে। আর যেখানে সাপ না থাকাটা অস্বাভাবিক 😁
মাত্র তিন থেকে চার মাস আগে বিদ্যুৎ ব্যবস্থা চালু হয়েছে ।
.
বন্ধু শাওনের মতে --→এটি গরিবের আমাজন জঙ্গল 😎......
.
. তবে সবচেয়ে লক্ষ্যনীয় বিষয়টা হলো -- গ্রামবাসীদের মাঝে পরষ্পরের প্রতি পরষ্পরের আন্তরিকতা ।।
প্রথমে এতগুলা চ্যাংড়া পোলাপানগুলাকে একসাথে দেখে গ্রামবাসীরা একটু ইতস্তত বোধ করছিল। কিন্তু পরে আন্তরিকতার কোন কমতি রাখে নি।
.
জীবনে হয়তবা অনেক জায়গায় ট্যুরে যাবো। কিন্তু ঝালকাঠি 'র
#গাভা_রামচন্দ্রপুর এ কাটানো সেই রাতটি স্মৃতিতে সবসময় অমলীন।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center