ইতিবাচক মনোভাব সফল মানুষের দৃষ্টান্ত স্থাপন করার পক্ষে যথার্থ

আমরা কোন কিছু করার আগেই ভাবি, যদি আমি না পারি, যদি আমি প্রত্যাখ্যাত হই, যদি আমাকে নিয়ে সবাই সমালোচনা করে বা হাসি ঠাট্টা করে, কাজটি করব কি করব না? এই ধনের প্রশ্ন আমাদের মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে আর কোন কিছু করার ক্ষেত্রে বাধার কারন হয়ে দাড়ায়।

যখন কেউ বিশ্বাস করে যে, সে পারবে এবং কাজে করা শুরু করে দেয়, এই টুকুতেই সে তার কাজের অর্ধাংশ সম্পন্ন করে ফেলে। মানুষের এই সঙ্কল্প এবং প্রত্যয়টুকু তার কল্পিত লক্ষ্যে পৌছাতে সহায়তা করে।

ধীর প্রত্যয় থাকার ফলে; সে মনে ধারন করে যে, সে কাজটি সর্বতোভাবে সম্পন্ন করতে পারবে। আর সঙ্কল্প কখনোই ব্যর্থতার কাছে হার মানে না এমনকি কার্যবিপত্তি থেকে নতুন করে ভাবতে শিখায়।

এই ইতিবাচক মনোভাব সমাজে একজন সফল মানুষের দৃষ্টান্ত স্থাপন করার ক্ষেত্রে যথার্থ ভূমিকা পালন করবে।

shutterstock-369632525.png

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center