enviroment pollution

পরিবেশ দূষণ সম্পর্কে আমরা আলোচনা করব
IMG_20180628_140732.JPG
পরিবেশ দূষন
আমরা সবসময় নানান ভাবে পরিবেশ দূষন করি বাহিরে যদি আমরা ঘুরতে জায় কোনো তাহলে কিছু খাবার খেলে ঐ খাবারের কাগজ আমরা ঐ খানেই কাগজ ফেলে দিই

পরিবেশ বলতে বায়ু পানি ভূমিকে বুঝায়। যেখানে মানুষ প্রাণী ও গাছপালা রয়েছে পরিবেশের উপাদান সমূহ মানুষ কর্তৃক প্রতিনিয়ত ও দূষিত হচ্ছে । বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ মারাত্মকভাবে পরিবেশ দূষিত করেছে। বায়ু আমাদের পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যা বিভিন্নভাবে দূষিত হচ্ছে।
IMG_20180628_140910.JPG

মানুষ রান্না করতে ইট তৈরি করতে রাস্তা তৈরি করতে আলকাতরা গলাতে এবং আরও অনেক কিছু তৈরি করতে আগুন জ্বালা আগুন ধোঁয়া তৈরি করে এবং বায়ু দূষণ করে শিল্প-কারখানা প্রচুর পরিমাণে ধোঁয়া তৈরি করে বাস ট্রাক ও গাড়িতে পেট্রোল ডিজেল তেল ব্যবহার করা হয় এগুলো ধোঁয়া নির্গত করে এ ধরনের সব ধোয়া পরিবেশ দূষণ করে পানি বিভিন্নভাবে দূষিত করে মানুষ পানিতে বিভিন্ন ভদ্র নিক্ষেপ করে পানি দূষিত করে কৃষকরা তাদের জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে যখন বৃষ্টি এবং দ্রব্যের কিছু অংশ নিয়ে যায় তখন এগুলো নদী খাল ও পুকুরের পানিতে মিশে যায়।
IMG_20180628_140813.JPG

শিল্প-কারখানা বিষাক্ত রাসায়নিক ও বজ্র পদার্থ নদী খালের পানিতে অপসারণ করে এবং এভাবে পানি দূষণ ঘটে নদী বা খালের তৃপ্ত অবস্থিত কাঁচা পায়খানা এবং অনিরাপদ নর্দমা পানি দূষণের জন্য দায়ী।

IMG_20180628_141014.JPG

এটা সত্যি যে আমরা পরিবেশ দূষণ প্রতিরোধ করতে পারব না কিন্তু দূষণের হার কমানো সম্ভব যদি আমরা বিবেচনা প্রসূত কাজ করি যেহেতু যে কোন প্রকার দূষণ আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে আমাদের আরো সচেতন হওয়া এবং দূষণ এড়িয়ে চলা উচিত।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now