Bengali poetry - এই জীবন[Poetry-3]

cina_zpslloub65r.jpg

Picture credit Google

এই জীবন

বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে
এই জীবনটা গোটা একটা জীবন হয়ে
আমি কিছুই ছাড়ব না, এই রোদ ও বৃষ্টি
আমাকে দাও ক্ষুধার অন্ন
শুধু যা নয় নিছক অন্ন
আমরা চাই সব লাবন্য

পদ্মপাতায় ফড়িং যেমন আপনমনে খেলায় মাতে
গোটা জীবন
মানুষ সেজে আসা হলো,
মানুষ হয়েই ফিরে যাব।
এই জীবনটা গোটা একটা জীবন হয়ে
জীবন্ত হোক!

কবিতাটি লিখেছেন/Writer of this poetry- সুনীল গঙ্গোপাধ্যায়
Imported from textbook Sahitya Sanchayan (Bengali literature)

Bengali literature is one of the best literatures within world.It generated thousand of poets.It is
4th largest language used within word .

Love Bengali and Bangla
Make steemit more wide and vast.

Thank you
Give me feedback and suggestions

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now