My Original Bengali Poetry - অন্তর্ঘাত


image credit

সাপ নেউলের চির লড়াইয়ের গন্ধ
নিষিদ্ধ রাত আর গোপন কানাকানি,
হঠাৎ খবর আসে গোপন আঁতাতের
হিম বৈঠকের অভব্য কিছু দাপানি।

রাজা সিংহাসনচ্যুত হয়ে যাবে রাতে
ঘুমন্ত নগরীর অচেতন ঘরে সংযোগহীন,
ষড়যন্ত্রের জয় পেয়ে নেশায় বুঁদ মীরজাফর,
প্রতিশোধে বেঁচে নেই কোনো নবীন ও প্রবীণ।

ভাঙা ঘরে স্বপ্নেরা বেশি দিয়ে যায় ধরা
বাস্তবে মেলো না ডানা, পদে পদে দিশেহারা।

ঘোড়াশালায় পুরোনো অভ্যেস বাঁধে আশা,
বিদ্রোহ ভূমিষ্ঠ, এখন শুধু পালানোর প্রথা।
উদ্ধত পর্বতের করুণ ধংস যজ্ঞে সামিল হলো
রাজ্ ভক্তদের প্রতিদিনের জমানো ব্যাথ্যা।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now