স্বপ্ন দেখাও তুমি

আধার রাতে আমার চেতন মন আবার স্বপন দেখায় ।
আমার পাড় ভাঙ্গা মনের মনের অন্দরমহলে
তোমার উত্তাল ঢেউতোলা নাউ বাসর জাগায় !
দেহের ধমনী শিরার মধ্যে
বইছে নিরন্তর উষ্ণপ্রসবন ধারা !
আমার স্বপ্নালু দৃশ্যাবলীতে
তোমার মনছবি দেখি মনের আঙিনায় ।
ভালোবাসার মুক্তাঙ্গনে দেখি
স্বপ্নিল রামধনু রাজপথ ।
শস্য শ্যামল বাগিচায় আমি সুমিষ্ট
স্বপনকে নিবিড়ভাবে পাই ।
বসন্তের কোকিল গাইছে
কুহুতান মনের বসন্তি অনুরাগে।

hr_thin.png

কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.

অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center