### মশা ###

tiger-mosquito-49141_960_720.jpg

দিনের বেলা কম দেখা যায়
রাতে পরে ধুম ,
ভন-ভন-ভন আওয়াজ তুলে
দেয়না যেতে ঘুম ।
রেডিং রুমে একটু যখন
পাঠে দেই মন ,
দুস্ট মসা কামড় বসায়
কুট করে তখন ।
ক্রদ্ধ হয়ে ভাবি আমি
মারব মশা হাতে ,
ফস্কে গেল দুর্হৃদ মশা
পড়ল সে চড় পাতে ।
সবখানেতে উড়াউড়ি
যেন মশার রাজ ,
দুর্ধী মশার কয়েল-এরোসলে
হয়না কোন কাজ ।
ভোঁ-ভোঁ-, পোঁ-পোঁ করে মশা
মোদের কানে কয় ,
আল্লাহ হলেন সবার বড়
কর তাকে ভয় ।

Image source

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now