My poem

#কবিতারকৈবল্য
———————
#ডাঃশামস
রহমান
২২শে মে ‘২০১৮
যে তরুতল দেয় ছায়া সুনিবিড়,পথিক
রবে তার সন্ধানে
ক্লান্তি যত মুছে দেবে যতনে, গাঁথে মালা
বন্ধনে
জীবনের দৈন্যতা ঘুচাবে সে তো,মিটে যাবে
যত আশা
সুন্দরের পূজারী তাকে বলি,সে তো বিলাবে
ভালোবাসা
এ ভুবন হবে আলোকিত, ঘুচে যাক তমসার
প্রহর যত
জীবনের গান শুনাবে সে আজ,নয়ন মেলে
রবে শত শত।
বিকেলে যত ফুল বিকচোন্মুখ দেখ,সে ফুটবে
কাল প্রতুষ্যে
প্রেরণা রবে যত নীলিমার নীলে, তারা হয়ে
উঠবে রাতে
তোমার লেখনীতে বিধাতা দেবে সে শক্তি,
কেন কর মিছে উৎকণ্ঠা
এ জীবন যদি ন্যায়ের পথে চলে,সুখী রবে
ভাবুক মনটা
কবির উপাধি না পাও ভুবনে, তবু জাগ্রত
রবে আজীবন
কালিমা আছে যত মুছে দেবে,আলোকিত
হোক এ ভুবন।
কারও অনুগ্রহে যদি আজ কবিতা লেখো,
সে হবে না সুখকাল
তোমার জগতে অচিরেই দেখবে,ঘিরে রবে
ক্রান্তিকাল
তোমার লেখা হয় যদি বিবেকের তাড়নায়,
সে রবে সত্যাগ্রহে
কবির বচন সে তো বলে যায় সুরে সুরে,
করে ন্যায় প্রতিষ্ঠা সাগ্রহে।
বলে যাও ভুবনের যত কথা সত্য, থাকবে না
অন্যায় মিথ্যা
তোমার ভুবন তুমি রঁচে যাবে একদিন,করো না
সত্যকে কভু হত্যা
হৃদয়ের কথা যতবার লিখি,তারে বলা হবে না
তো শেষ
মরমের কথা অন্তরে গাঁথা রবে,রয়ে যাবে তার
রেশ।
(কৈবল্য-মোক্ষলাভ : তমসা-অন্ধকার
সত্যাগ্রহ-সত্তা/অস্তিত্ব : বিকচোন্মুখ-
আধ ফোটা ফুল)
#Copyright_Shams_Rahman
#কবিতাররচয়িতাডাঃশামস_রহমান
রচনার তারিখ:২১/০৫/২০১৮

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now