My poem

আমার প্রাণের মানুষ আছে প্রাণে

-- রবীন্দ্রনাথ ঠাকুর ---
আমার প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে।।

আছে সে নয়নতারায়
আলোক ধারায় তাই না হারায়
ওগো তাই দেখি তায় যেথায় সেথায়
তাকাই আমি যে দিক পানে।।

আমি তার মুখের কথা
শুনবো বলে গেলাম কোথা।
শোনা হল না হলো না
আজ ফিরে এসে নিজের দেশে
এই যে শুনি, শুনি তাহার বানী আপন গানে।।

কে তোরা খুজিস তারে
কাঙ্গাল বেশে দারে দারে।
দেখা মেলে না মেলে না
তোরা আয়রে দেয়ে দেখরে চেয়ে
আমার বুকে ওরে দেখরে আমার দুই নয়নে।।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now