Writing Bangla poem

"শ্রাবণ মেঘের গান"

মেঘে মেঘে মেঘ ছুয়েছে,
বৃষ্টি করে ধ্যান
তুমি আসবে বলে গেয়েছিলাম
শ্রাবণ মেঘের গান ।
আমি মেঘ জলে সাজিয়েছিলেম
ভালোবাসার গিতবিতান ,
তুমি আসবে বলে গেয়েছিলেম
শ্রাবণ মেঘের গান ।
মেঘে মেঘে উড়ে আসবে চিঠি
নীলচে কাল খাম -
পৌঁছবে বলে তোমার চিঠি
ছিলেম অবিরাম ।
দৃষ্টি সীমায় বৃষ্টি আমার
হচ্ছে অবসান ,
মেঘের শব্দে শুনতে কি পাও
আমার আহবান ?
তুমি আসবে বলে গেয়েছিলেম
শ্রাবণ মেঘের গান।
মেঘের সাদা টুকরো গুলো
ঊড়ছে মহুতান,
আমি তোমার আশায় পথ চেয়েছি
শ্রাবন মেঘের গান

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center