অসাধারণ এক জয়।

বাংলাদেশ এবং আফগানিস্তানের খেলা খেলার শেষ বল পর্যন্ত বোঝা যাচ্ছিল না যে আসলে কোন দল জিতবে। শেষ ওভারে যখন মাত্র 8 রান দরকার ছিল এবং হাতে উইকেট ছিল তখন আমি আসলে ছিলাম যে আফগানিস্তান ম্যাচ টি জিততেও পারে। তবে বোলিংয়ে যেহেতু মুস্তাফিজ ছিল সে যেহেতু ডেথ ওভারে খুব ভালো বোলিং করে এটাই ভি টাইট একটি ম্যাচ হবে এটা আমি আশা করেছিল। তবে এ মোস্তাফিজ এভাবে বল করেছে সেটা আসলেই সে একটি ম্যাজিশিয়ান এর মত বল করেছে। তার ওভারে মাত্র দুটি বল লেগেছে এর মধ্যে একটি আউট। রশিদ খান আগে নেমেছিল এবং তার ছয় অথবা 4 মারা কিন্তু মুস্তাফিজের অসাধারণ বোলিং এ সে ক্যাচ আউট হয়ে যায়। বাংলাদেশের ব্যাটিং টা আসলেই হতাশাজনক ছিল যেমন লিটনের কথা যদি বলি শুরু করেছিল কেন সে রশিদ খানের মত বোলার কে উড়িয়ে মারতে গেল সে তো তার ওপারে আস্তে আস্তে কিছু রান করে সেট হয়ে তারপর সে ছয় কিংবা 4 এর দিকে যেতে পারত। বাংলাদেশ যদি শুরুর দিকে এতগুলো উইকেট না হারাতো দুটো রান আউট তো আমি বলব ইচ্ছা করে হয়ে যাওয়া। এই শুরুর দিকের ব্যাটসম্যান গুলো যদি এভাবে আউট না হত তাহলে রানের রেট আরো বাড়তো এবং বাংলাদেশ 280 90 করার মত অবস্থা ছিল কিন্তু তারপরও বাংলাদেশ 250 পড়েছে টার্গেট দিয়েছে সেটা অনেক ভালো করেছে আমরা প্রথম দিকের উইকেট গুলো পড়তে দেখি সেখানে কেউ ভাবেনি যে বাংলাদেশ 250 করবে সবাই ভেবেছিল বাংলাদেশ কোনমতে 200 করতে

কিন্তু মাহমুদুল্লাহ আসলে যেভাবে ব্যাটিং করেছে এক্সপেরিয়েন্স টু ব্যাটসম্যান সেটা তার এক্সপেরিয়েন্স আরেকবার কাজে দিয়েছে বাংলাদেশের জন্য আর ইমরুল কাছে আসলে আমরা এতটা আসা করিনি কারণ থেকে এই বাজে কন্ডিশন এটা ডিগ্রী তাপমাত্রা এখানে ব্যাটিং করা খুবই কষ্টকর বাংলাদেশ থেকে ডুবাই তে গিয়ে খেলা মাঝখানে এতগুলো জানি 150 কিলোমিটার দূরে কি অবস্থিত হোটেল থেকে সেখানে ইমরুল কোন প্র্যাকটিস ছাড়াই 72 রানের একটি ইনিংস দলের বিপর্যয়ে যখন ছিল আসলে এটা খুবই মানে ভালো একটি ইনিংস এবং লাইফের অন্যতম সেরা ইনিংস। এবং এর মধ্য দিয়ে দেশে দলে জায়গা করে নিল এটা ও একপ্রকার নিশ্চিত। তবে আমি নাজমুল হাসান শান্ত জায়গায় আগামী ম্যাচে কে দেখতে চাই কারণ আমি মনে করি মমিনুল হাতে ব্যাটিং স্টক আছে সে খুব এক্সপেরিয়েন্স নাজমুল হাসানের থেকে বেশি।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center