আশরাফুলকে জাতীয় দলে দেখতে চাই।

আশরাফুল এর বক্তব্য আজকে টিভিতে দেখলাম। বাংলাদেশ দল যখন আরব আমিরাতে অনুশীলন করতে ব্যস্ত আশরাফুল তখন ঘাম ঝরাতে ব্যস্ত ফিটনেস ক্যাম্প। এবারে একটি নতুন নিয়ম এসেছে সেটা হল যে সকল দল প্রিমিয়ার লিগ খেলবে সকল দলে যারা অংশগ্রহণ করবে তাদের প্রত্যেককে ফিটনেস পরীক্ষা দিতে হবে।

আশরাফুল তার দলের অন্যান্য খেলোয়ার দের সাথে ফিটনেস পরীক্ষা দিয়েছে। মজার ব্যাপার হল আশরাফুল সবার থেকে 11.4 পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে। তার যে ফিটনেস বর্তমানে আছে তা আন্তর্জাতিক খেলোয়াড়ের ফিটনেস এর সমপরিমাণ।

তাই আমি মনে করি মিনহাজুল আবেদীন নান্নু কয়দিন আগে মিডিয়াকে বলেছিলেন যে আশরাফুলকে তারা খুব শীঘ্রই দলে নিচ্ছেন না কারণ তার ফিটনেস সেই লেভেলের না। কিন্তু আজকে এটা প্রমাণ হলো আশরাফুলের যথেষ্ট ফিটনেস রয়েছে।

তাই আমি আশাবাদী আবার জাতীয় দলে দেখতে পাবো খুব তাড়াতাড়ি। আশরাফুল খুব ভালো ফল প্রিমিয়ার লিগে করতে চায়। তার যে অভিজ্ঞতা আছে এবং তার বর্তমান ফিটনেস সবকিছুই তাকে আন্তর্জাতিক যে কোন দলে নেওয়ার জন্য যথেষ্ট।

আমি মনে করি আশরাফুলের সময় এখনও শেষ হয়ে যায়নি বাংলাদেশ ক্রিকেট কিছু দেবার এখনো বাকি আছে।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center