The acrobatic show-5

আমি যতদূর জানি বাংলাদেশ এ একমাত্র রাড়বাড়িতেই এক্রোবেটিক এর প্রশিক্ষণ দেয়া হয়।রাজবাড়িতে সুবিশাল এক ভবন ও আছে।মজার বিষয় হচ্ছে আমি ও প্রায় এক সপ্তাহের মতো ওই ভবনে থেকে এসেছি।এখন প্রশ্ন হলো আমি কিভাবে ওখানে থাকলাম।আমি তো এক্রোবেটিক এর অ ও জানি না।কখনো শিখতে ও চাইনি,তবে এখন মনে হয় এক্রোবেটিক দেখার পর।ফিল্ম এর সাথে এক্রোবেটিক নিয়ে কোনো কাজ করলে অনেক মজা হবে।যাই হোক আমি বলছিলাম আমি কিভাবে রাজবাড়ীর এক্রোবেটিক ভবনে এক সপ্তাহ থাকলাম।এটি ছিল তৌকির ভাই এর ২ সিরিয়াল নাটক।এই দেখো এখন নাটক টির নাম মনে পরছে না।ও মনে পড়েছে অরণ্যের সুখ দুখ্হ।নাটক টি লিখেছিলেন ফেরদৌস হাসান আর নাটকটির প্রযোজক ছিলেন হাবিবুর রহমান।
IMG_20170917_212510.jpg
picture-1
IMG_20170917_212042.jpg
picture-2
IMG_20170917_212515.jpg
picture-3

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center