The acrobatic show-4

এক্রোবেটিক মনে হয় সবচাইতে ভালো পরিবেশন করেন চীনের শিল্পীরা।প্রতিবছর বাংলাদেশ থেকে কম বেশি ১০ জন কে পাঠানো হয় চিনে এক্রোবেটিক শিক্ষার জন্য।তো গত বছর এরকম ১০ জন চিনথেকে শিক্ষা লাভ করে যখন বাংলাদেশ এ আসলো তখন তাদের নিয়ে একটি অনুষ্ঠান হলো। অনুষ্ঠান টি হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।আর নতুন ১০ জন কে পরিচয় করিয়ে দিলেন যারা এই বছর চীন যাওয়ার সুযোগ পেয়েছে।ওই দিন অতিথি হিসাবে ছিলেন মাননীয় মন্ত্রী মহোদয় জনাব আসাদুজ্জামান নূর এমপি,চীনের রাষ্ট্রদূত,মাননীয় ডিজি মহোদয় জনাব লিয়াকত আলী লাকি।চীনের রাষ্ট্র দূত কে যখন বলা হলো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লালাহ বলেছেন শিক্ষার জন্য চীন যেতে।তখন তিনি খুশি হলেন এবং বললেন প্রাচীন কালে নাকি চীন থেকে আমাদের এই মহাদেশে শিক্ষা লাভ করার জন্য আসতেন ।IMG_20170917_211833.jpg
picture-1
IMG_20170917_211951.jpg
picture-2IMG_20170917_212510.jpg
picture-3

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center