বাস ভ্রমণ ও রিক্সা চালানোর অভিজ্ঞতা

রিক্সা চালানো একটি কায়িক পরিশ্রমের কাজ ।যদিও এদানিং ব্যাটারি চালিত রিক্সা চলে । সেগুলোতে খুব একটা কষ্ট হয় না। রিকশাওয়ালারা সাধারণত খুব গরীব শ্রেণীর মানুষ । তাদের সবার পক্ষে ব্যাটারি লাগিয়ে রিক্সা চালানোর ক্ষমতা নাই । যায়হোক বেশ কিছুদিন আগে রিক্সা চালানোর অভিজ্ঞতা হল । সেই সাথে বন্ধুদের সাথে বাস ভ্রমণ । তবেঁ সব থেকে ইনজয় করেছি এই রিক্সা চালানো। এইটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা । রিক্সা যারা প্রথম চালায় তাদের একদিকে চলে যায় অর্থাৎ আপনার রিক্সা বাম দিকে চলে যাবে যদিও আপনি না চান । কিন্তু কিছুদিন চালানোর পর পূর্ণ কন্ট্রোল চলে আসে । আমি এই দিনটিকে কখনও ভুলব না ।

সবার এই অভিজ্ঞতাটা থাকা উচিত । তাহলে আমরা বুঝবো গরীব শ্রেণীর মানুষ গুলো কত পরিশ্রম করে উপার্জন করে । অনেকে রিকশাওয়ালার ন্যায্য ভাড়া দিতে চান না । আবার অনেকে তাদের অযথা গায়ে হাত তোলে । কিন্তু আমাদের এই সংকীর্ণতা থেকে বেরিয়ে আশা উচিত । রিক্সায় চড়লে ভাড়া আগে থেকে ঠিক করে নিয়ে তাদের ন্যায্য ভাড়া বুঝিয়ে দেওয়া উচিত । মনে রাখতে হবে তারা যদি রিক্সা না চালাত আপনি এই সব সরু রাস্তা পাড়ি দিয়ে অফিসে বা বাড়িতে যেতে পারতেন না । সেজন্য রিক্সা চালকদের দিকে খারাপ নজরে তাকানো বা তাদের নিচু শ্রেণীর মানুষ বলার কোন সুযোগ নেই ।

পৃথিবীতে কোন কাজই ছোট নয় । আসলে আমরা তৃতীয় বিশ্বের দেশ গুলোর মানুষ অনেক কাজকে ছোট মনে করি আর সেজন্য আমাদের উন্নতির এতো কমতি । অথচ উন্নত দেশের মানুষগুলো সকল কাজের মানুষকে সম্মান করে । কোন কাজকে তারা ছোট মনে করে না। আমাদের মানসিকতার পরিবর্তন দরকার । সকলে ভালো থাকবেন

HPIM8191.JPG
HPIM8224.JPG

HPIM8199.JPG

HPIM8221.JPG

HPIM8213.JPG

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center