বন্ধুরা সব যেখানে আড্ডাবাজি সেখানে

ছতবেলা থেকে শুনি মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে । কিন্তু কলেজ ভার্সিটিতে মামা ভাগ্নে কমই থাকে । কিন্তু এখানে বন্ধু বান্ধবীর অভাব নাই । তাইতো বন্ধুরাসবাই বলে থাকে বন্ধুরা সব যেখানে আপদ নাই সেখানে । আসলে ভার্সিটি বা কলেজ লাইফে বন্ধুরা একন বিপদে যেমন ছুটে আসে আবার হাসি খুসিও ভাগ করে নেয় । কারন ভার্সিটিতে আসে সবাই দূরদূরান্ত থেকে । আপনজনরা থাকে না কাছে । তাইতো বন্ধু বান্ধবরাই আপনজন। একে অপরের সাথে সম্পর্ক ভালো থাকলে ভার্সিটি লাইফটা সত্যিকারের অর্থবহ হয়ে উঠে। এই লাইফটা কখনও ভোলা যায় না।

কখনও চায়ের দুকানে , কখনও কোন ফিল্ডে আবার কখনও রাস্তাঘাতে চলতে থাকে আড্ডা , যদি থাকে একটা বন্ধু কাছে । বিশেষ করে বিকাল বা সন্ধায় ছাত্র জীবনে একটু আড্ডা না দিলেই নয় । হতে পারে কোন উপলক্ষ ছাড়ায় সবাই একজায়গাতে । আবার রাত হলে অনেকে গিটার নিয়ে গান শুরু করে । যদিও বন্ধুদের গলা ছিল অদক্ষশিল্পিদের মত । কিন্তু টা না শনালে আসর কি আর জমে ? সবাই হাততালি যখন মুখরিত হত । বন্ধুটি আরও উৎসাহ নিয়ে চলত গানের আড্ডা ।

SAM_4338.JPG
SAM_4296.JPG

SAM_4341.JPGSAM_4299.JPG

SANY0089.JPG

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center