ভাস্কর্যের সাথে ছবি তোলা

অদম্য বাংলা ভাস্কর্যটি আমাদের মহান মুক্তিযুদ্ধর প্রতীক বহন করে । লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা একটা ইতিহাস । এই ইতিহাস রচনা করতে গিয়ে লক্ষ মানুষের জীবন দিতে হয়েছে । তার পর আমরা ফিরে পেয়েছি আমাদের এই স্বাধীনতা । এই ভাস্কর্যের উপরে মুক্তি যোদ্ধাদের তুলে ধরা হয়েছে । আর এর চারিদিকে রয়েছে বিভিন্ন দৃশ্য সেই ১৯৭১ সালের ইতিহাস কে সামনে রেখে।

এর একদিকে রয়েছে বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণের দৃশ্য । অন্যদিকে পাকিস্থানি ঘাতক বাহিনীর আত্মসমর্পণের সময়কার দৃশ্য । অন্যদিকে পাকিস্থানি বাহিনীর দ্বারা হত্যার পর ছড়ানো ছিটানো লাশের দৃশ্য। এই ইতিহাস ছিল বাংলাদেশের মানুষের মক্তির ইতিহাস , এই ইতিহাস ছিল জালিমের হাত থেকে সাধারন মানুষকে রক্ষার ইতিহাস । যার মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি ।যদিও শোষক শ্রেণীর মানুষ এখনও এই দেশের মানুষকে শোষণ করে যাচ্ছে । কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাইতো আমাদের এই স্বাধীনতা রক্ষা করার মহান দায়িত্ব রক্ষা করতে হবে ।

সব শেষে বলতে চাই আমাদের দেশ থেকে দুর্নীতি কে উৎখাত করতে হবে । গরীব দুঃখী মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে । আমাদের দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে । সকলের অধিকার পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে । তবেই আমাদের দেশের মানুষেরা স্বাধীনতার প্রকৃত স্বাদ লাভ করবে।

DSC08469.JPG

DSC08468.JPG

DSC08467.JPG

DSC08449.JPG

DSC08452.JPG

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center